বার্মিংহাম: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) ইতিহাস তৈরির কাজ অব্য়াহত। কিছুক্ষণ আগেই বক্সিংয়ে সোনা জিতেছিলেন নীতু ও অমিত পাংহাল। এবার ভারতকে সোনা এনে দিলেন এল্ডহোস পাল (Eldhose Paul)।


ইতিহাস এল্ডহোসের


পুরুষদের ট্রিপল জাম্পে কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতকে ট্রিপল জাম্পে প্রথম সোনা জেতালেন এল্ডহোস পাল। তিনি ১৭.০৩ মিটার লাফিয়ে ট্রিপল জাম্পে সোনা জিতলেন। ইতিহাস গড়ার কাজ কিন্তু কমনওয়েলথ গেমসের আগে থেকেই শুরু করে দিয়েছিলেন এল্ডহোস পাল। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ফাইনালে কোয়ালিফাই করেছিলেন। সেখানেও প্রথম ভারতীয় ট্রিপল জাম্পার হিসাবেই ফাইনালে নামার কৃতিত্ব অর্জন করেছিলেন এল্ডহোস। ১৬.১৮ মিটারের লাফ দিয়েছিলেন ভারতীয় তারকা। এবার কমনওয়েলথে নেমে এল সোনা।


রুপোও এল ভারতের ঘরে


তবে এল্ডহোক একা নন। ট্রিপল জাম্পে আরেক ভারতীয়ও দারুণ পারফর্ম করে দ্বিতীয় স্থানে শেষ করেন। অল্পের জন্য় সোনা হাতছাড়া হয় আব্দুল্লা আবুবাকেরের (Abdulla Aboobacker)। তিনি ১৭.০২ মিটার লাফিয়ে রুপো জিতলেন। মাত্র তৃতীয় ভারতীয় হিসাবে ট্রিপল জাম্পে ১৭ মিটারের গণ্ডি পার করার কৃতিত্ব গড়েন আব্দুল্লা। এই বিভাগে অংশগ্রহণ করা তৃতীয় ভারতীয় প্রবীণ চিত্রাভেল একটুর জন্য পোডিয়াম ফিনিশ করতে পারলেন না। তিনি চতুর্থ স্থানে শেষ করেন। তাঁর লাফে তিনি ১৬.৮৯ মিটার অতিক্রম করেছিলেন প্রবীণ। তিনি সফল হলে একেবারে অল ইন্ডিয়া পোডিয়াম দেখা যেত ট্রিপল জাম্পে। বদলে তৃতীয় হলে বারমুডার জা-নাই পেরিনচিফ।


নাইজেরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কমনওয়েলথের প্যারা টেবিল টেনিস ইভেন্টে সোনা জয় ভাবিনা পটেলের। টোকিও প্যারালিম্পিক্সে রুপো জিতেছিলেন। সেখানে সোনা না জিততে পারার আক্ষেপ পুষিয়ে দিলেন কমনওয়েথ গেমসের মঞ্চ থেকে। প্যারা টেবিল টেনিসের মহিলাদের ৩-৫ সিঙ্গলসের ফাইনালে নাইজেরিয়ার ক্রিস্টিয়ানাকে ১২-১০, ১১-২, ১১-৯ পয়েন্টের ব্যবধানে স্ট্রেট সেটে হারিয়ে দেন ভাবিনা। প্যারা টিটিতে ব্রোঞ্জ এনেছেন সোনালবেন মনুভাই পটেলের।


আরও পড়ুন: কয়েক মিনিটের ব্যবধানে জোড়া সোনা, নীতুর পর এবার স্বর্ণপদক জিতলেন বক্সার অমিত