বার্মিংহাম: মাত্র মিনিট কয়েক আগেই ভারতকে বক্সিং থেকে প্রথম সোনা এনে দিয়েছিলেন নীতু। এবার একইভাবে সোনা জিতলেন অমিত পাংহাল (Amit Panghal)।
ভারতীয় বক্সার ফ্লাইওয়েট (৪৮ কেজি থেকে ৫১ কেজি) বিভাগে ভারতকে সোনা এনে দিলেন। চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) এটি ভারতের বক্সিং থেকে দ্বিতীয় ও ১৫তম পদক। নীতুর মতো অমিতও আয়োজক ইংল্যান্ডের বক্সারকেই হারালেন। তাঁর বিরুদ্ধে ফাইনালে প্রতিপক্ষ ছিলেন কিয়ারান ম্যাকডোনাল্ড। ইংলিশ বক্সারকে ৫-০ হারান তিনি। ফলে পদকের রং বদলাল অমিতের। ২০১৮ সালে গোল্ড কোস্টে রুপো জিতেছিলেন অমিত, এবার উন্নতি ঘটিয়ে জিতে নিলেন সোনা।
এশিয়ান গেমসেও গোল্ড মেডেল জিতেছিলেন অমিত। ফাইনাল ম্যাচে তাঁর থেকে তাঁর প্রতিপক্ষ ম্যাতডোনাল্ডের উচ্চতা বেশি হওয়ায়, কিছুটা তো বাড়তি সুবিধা পাচ্ছিলেনই ইংলিশ বক্সার। তবে সেইসব সুবিধা-অসুবিধাকে তুচ্ছ করে অমিত নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন। শেষ রাউন্ডে ম্যাকডোনাল্ড ম্যাচে ফেরার প্রয়াস করেছিলেন বটে। তবে তাতে তেমন লাভের লাভ কিছুই হয়নি।
নীতুর প্রথম সোনা
মহিলাদের বক্সিংয়ে সোনা জয়ের লক্ষ্যে ফাইনালে নেমেছিলেন ভারতের নীতু (Nitu Ghanghas)। সেই লক্ষ্যে তিনি সফল হলেন। বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে ১৪ নম্বর সোনা এল ভারতের ঘরে। মহিলাদের বক্সিংয়ের মিনিমামওয়েট (৪৫ কেজি থেকে ৪৮ কেজি) ফাইনালে নীতুর প্রতিপক্ষ ছিলেন আয়োজক দেশের বক্সার ডেমি-জেড রেজটান। তাঁকেই ৫-০ হারিয়ে সোনা জিতলেন ভারতীয় বক্সার। বক্সিংয়ে চলতি গেমসে এটিই ভারতের প্রথম সোনা জয়।
বক্সিংয়ে তিন মিনিটের তিনটি রাউন্ড হয়। প্রতিটি রাউন্ডে, গোটা নয় মিনিট জুড়েই দারুণ পরিপক্কতার পরিচয় দেখান নীতু। তীক্ষ্ণ ঘুষির পাশাপাশি ম্যাচের গতিও ভারতীয় বক্সারই নির্ধারণ করেন। এর ফলে তাঁর দাপটে প্রতিপক্ষ বক্সার ম্যাচে ফেরার কোনওরকম সুযোগই পাননি। অমিত ও নীতু পেরেছেন, এবার ভারতীয়দের সমস্ত চোখে নিখাত জারিনের দিকে। তিনি কি সোনা জিততে পারবেন?
আরও পড়ুন: কমনওয়েলথে প্যারা টেবিল টেনিসে সোনা ভাবিনা পটেলের