বার্মিংহাম: লন বলে (Lawn Bowl) ইতিহাস ভারতীয় পুরুষ দলের। পুরুষদের ফোরস ফাইনালে নর্দার্ন আয়ার্ল্যান্ডের কাছে হেরে গেলেন ভারতীয় অ্যাথলিটরা। সোনার স্বপ্ন হয়তো অধরা থাকল। কিন্তু রুপো পেল ভারত। লন বলে ভারতীয় পুরুষ দলের প্রথম পদক।


ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছিলেন সুনীল বাহাদুর (লিড), নভনীত সিংহ (সেকেন্ড), চন্দন কুমার সিংহ (থার্ড) ও দীনেশ কুমার (স্কিপ)। এবারের কমনওয়েলথ গেমসে (CWG 2022) লন বলে এটা ভারতের দ্বিতীয় পদক। ফাইনালে নর্দার্ন আয়ার্ল্যান্ড ১৮-৫ ব্যবধানে হারিয়ে দেয় ভারতকে। ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে শেষবার লন বলে সোনা জিতেছিল নর্দার্ন আয়ার্ল্যান্ড। এরপর ফের সোনা জিতল এবার।


সাক্ষীর লড়াই


আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন। কমনওয়েলথ গেমসের (CWG 2022) ট্রায়ালে সেরা ফল না করলে হয়তো আত্মবিশ্বাস ফিরেও পেতেন না। এমনকী, গত ২ বছরের হতাশায় অবসর নেওয়ার চিন্তাভাবনাও করেছিলেন।


সেই সাক্ষী মালিক (Sakshi Malik) শুক্রবার কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। কুস্তির ম্যাটে যেন পুনর্জন্ম হল তাঁর। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর আর বলার মতো কিছুই করেননি। কার্যত হারিয়ে যেতে বসেছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়ালেন সাক্ষী। প্রমাণ করলেন, তিনি ফুরিয়ে যাননি।


চোট-আঘাতে জর্জরিত


চোট-আঘাতে দীর্ঘদিন জর্জরিত ছিলেন। সাক্ষী মালিকের কাছে এবারের কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ছিল প্রত্যাবর্তনের মঞ্চ। যে মঞ্চে জ্বলে উঠলেন সাক্ষী। প্রথম রাউন্ডে ০-৪ ব্যবধানে পিছিয়ে ছিলেন। তারপরেও হারিয়ে দিলেন কানাডার গডিনেজ গঞ্জালেসকে। জিতে নিলেন সোনা।


মহিলাদের ৬২ কেজি ফ্রি স্টাইল বিভাগের সেমিফাইনালে ক্যামেরনের ইটানি এনগোলে-কে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে ১০-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন সাক্ষী মালিক (Sakshi Malik)। ফাইনালে প্রথম রাউন্ডে তিনি ০-৪ পিছিয়ে পড়েন। কিন্তু তারপর এক প্যাঁচেই প্রতিপক্ষকে কাবু করে দেন। ছিনিয়ে নেন ম্যাচ। সোনা জিতেই জাতীয় পতাকা হাতে গোটা স্টেডিয়াম দৌড়লেন সাক্ষী।


আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে ব্রিটিশ বধ করে পদক নিশ্চিত করলেন হরমনপ্রীতরা