বার্মিংহাম: চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Ganes 2022) ভারতীয় টেবিল টেনিস পুুরুষ দল ইতিমধ্যেই সফলভাবে নিজেদের স্বর্ণপদক ডিফেন্ড করেছে। দলগত বিভাগের পর, সিঙ্গেলসেও ভারতীয় প্যাডলারদের দাপট অব্যাহত।
কোয়ার্টারে দুই দল
শুক্রবার (৫ অগাস্ট) মিক্সড ডাবলস ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে নেমেছিল মণিকা বাত্রা (Manika Batra)-সাথিয়ান জ্ঞানসেকরন এবং শরথ কমল-শ্রীজা অকুলার (Sreeja Akula) দুই ভারতীয় দল। দুই দলই নিজেদের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করল। মণিকা-সাথিয়ান জুটি নাইজিরিয়া ওলিজাইড ওমোটায়ো-আজোকে ওজুমু জুটিকে পরাস্ত করে। স্ট্রেট গেমে নিজেদের দাপট বজায় রেখে মণিকারা জেতেন ১১-৭, ১১-৬, ১১-৭ স্কোরলাইনে। প্রথম কোয়ার্টার ফাইনালে মণিকা ও সাথিয়ানের জুটি খেলতে নামবে মালয়েশিয়ার জাভেন চুং ও ক্যারেন লাইনের জুটির বিরুদ্ধে।
শরথ ও অঙ্কুলা জুটি অবশ্য মণিকাদের মতো এতো দাপুটে মেজাজে নিজেদের ম্য়াচ জেতেননি। শরথরা নিজেদের ম্যাচে পিছিয়েই পড়েছিলেন। প্রথম গেমেই তাদের ৫-১১ স্কোরে হারতে হয়। তবে পরের তিন গেমে নিজেদের দাপট দেখিয়ে প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচ জিতে নেন শরথরা। পরের তিন গেমের স্কোর যথাক্রমে ১১-২, ১১-৬, ১১-৫। প্রতিপক্ষকে একবার চাপে ফেলার পর কিন্তু শরথরা আর পিছু হটেননি। সেমিফাইনালে শরথ ও শ্রীজা জুটি ইংল্যান্ডেরই টিন-টিন হো ও লিয়াম পিচফোর্ডের মুখোমুখি হবেন।
সিঙ্গেলসেও মণিকাদের দাপট
এখানেই শেষ নয়, আজ এমনিই প্রচুর টেবিল টেনিস ম্য়াচ রয়েছে। মণিকা বাত্রা তো এক, দুই নয়, তিন তিনটি ম্যাচ খেলবেন আজই। প্রথম ম্য়াচে ডাবলসে তো জয় পেয়েইছিলেন। এরপর সিঙ্গলসে নেমেও কোয়ার্টারে পৌঁছে গেলেন মণিকা ও শ্রীজা। মণিকা ১১-৪, ১১-৮, ১১-৬ ও ১২-১০ স্কোরলাইনে নিজের ম্যাচ জেতেন। শ্রীজাও একেবারেই শেষ পর্যন্ত দারুণ লড়াই করে জয় ছিনিয়ে নেন। তিনি ৮-১১, ১১-৭, ১২-১৪, ৯-১১, ১১-৪, ১৫-৩, ১২-১০ স্কোরলাইনে ৪-৩ গেমে ম্যাচ জেতেন। তবে শ্রীজা, মণিকা জিতলেও পরাজিত হন রিথ টেনিসন। তিনি ২-১১, ৪-১১, ১১-৯, ৩-১১, ৪-১১ স্কোরলাইনে পরাজিত হন।