বার্মিংহাম: চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) বক্সিং থেকে আরও এক পদক সুনিশ্চিত করে ফেলল ভারত। ৬৭ কেজি বিভাগে দাপুটে পারফরম্যান্সে সেমিফাইনালে নিজের জায়গা পাকা করলেন রোহিত টোকাস (Rohit Tokas)। রোহিত জেতায় কমনওয়েলথে বক্সিং থেকে সপ্তম পদক সুনিশ্চিত করে ফেলল ভারত।


সদ্য় ২৯-এ পা দেওয়া ভারতীয় বক্সার রোহিত, ৫-০ হারান নিউয়ি-এর জাভিয়ের মাটটা'আফা-ইকিনোফোকে। অলিম্পিক পদকজয়ী লভলিনা বড়গোঁহাই হতাশাজনকভাবে কোয়ার্টার ফাইনাল থেকেই হেরে বিদায় নিলেও, বৃহস্পতিবারটা ভারতীয় বক্সারদের জন্য দুর্দান্ত কাটল। অভিজ্ঞ অমিত পাংহাল তো ছিলেনই, পাশাপাশি তরুণ সাগর আহলওয়াত (Sagar Ahlawat), জেসমিন লাম্বোরিয়াও এদিন নিজেদের ম্যাচ জিতে ভারতের হয়ে পদক সু্নিশ্চিত করেন।


রক্তে বক্সিং


ঠাকুরদা হাওয়া সিংহ ছিলেন দেশের একমাত্র বক্সার যিনি এশিয়াদের মঞ্চে টানা সোনা জিতেছিলেন। বক্সিং যে তাঁর রক্তেই ছিল। এবার পারিবারিক সেই ঐতিহ্য বজায় রাখলেন জেসমিন লাম্বোরিয়া। মহিলাদের ৬০ কেজি লাইটওয়েট বিভাগে ব্রোঞ্জ নিশ্চিত করলেন তিনি। নিউজিল্য়ান্ডের প্রতিপক্ষ ট্রয় গার্টনের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন জেসমিন। কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচেই একাধিপত্য বজায় রেখে ম্যাচে জয় ছিনিয়ে নিলেন জেসমিন। 


দুরন্ত অমিত


পুরুষদের ৫১ কেজির কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের লেনন মুলিগানের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে ৫-০ ব্যবধানে জয় পেয়ে সেমিতে উঠে গেলেন অমিত পাংহাল। এদিন শুরু থেকেই দুইজনেই আক্রমণাত্মক ছিলেন। কিন্তু ট্যাকটিকাল কিছু বিষয়ে অমিত অনেকটাই এগিয়ে ছিলেন স্কটল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর তুলনায়। আর সেখানেই বাজিমাত করেন তিনি।


অভিষেকেই বাজিমাত


তবে সকল বক্সারদের মধ্যে সম্ভবত সবথেকে বেশি প্রভাবিত করেছেন ২২ বছরের তরুণ সাগর আহলওয়াত। হেভিওয়েট বিভাগে তিনি কেডি এভান্সকে ৫-০ হারিয়ে দেন। মাত্র পাঁচ বছর আগেই বক্সিং শুরু করেছিলেন সাগর। এবারে কমনওয়েলথ গেমসেই  ঘটেছে তাঁর আন্তর্জাতিক অভিষেক। প্রথম টুর্নামেন্টেই সাগরের স্বপ্নের দৌড় অব্যাহত। সেমিফাইনালে তিনি নাইজিরিয়ার ইফিয়ানি অনইয়েকওয়েরের মুখোমুখি হবেন।


আরও পড়ুন: