বার্মিংহাম: গোটা স্টেডিয়াম কার্যত চিৎকার করছে তাঁর প্রতিপক্ষের জয়ের প্রার্থনায়। হবে নাই বা কেন! খেলা হচ্ছে ইংল্যান্ডে। আর সেখানে ব্রোঞ্জের ম্যাচে লড়াই করছেন ঘরের ছেলে পল ড্রিঙ্কহল।
ইংরেজ প্রতিপক্ষের পাশাপাশি টেবিল টেনিসে ব্রোঞ্জ জয়ের ম্যাচে সাথিয়ান জ্ঞানসেকরনকে (Sathiyan Gnanasekaran) লড়তে হল গ্যালারির জনসমর্থনের বিরুদ্ধেও। তবে জোড়া দ্বৈরথে শেষ হাসি ভারতীয় প্যাডলারেরই। ইংরেজ তারকাকে ৪-৩ গেমে হারিয়ে পুরুষদের টেবিল টেনিসে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন সাথিয়ান।
লক্ষ্যভেদ
কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে ভারতের সোনার দিন। মহিলা সিঙ্গলসে সোনা জিতেছিলেন ভারতের পি ভি সিন্ধু (PV Sindhu)। পুরুষদের সিঙ্গলসে সোনা জিতলেন লক্ষ্য সেন (Lakshya Sen)।
পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মালয়েশিয়ার জে ইয়ং ইংয়ের মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য। প্রথম গেমে তিনি লড়াই করেও হেরে যান। ২১-১৯ ব্যবধানে প্রথম গেম জেতেন জে ইয়ং। অনেকে ধরেই নিয়েছিলেন যে, প্রথমবার কমনওয়েলথ গেমসে (CWG 2022) ব্যাডমিন্টনের ফাইনাল খেলতে নেমে রুপো নিয়েই হয়তো সন্তুষ্ট থাকতে হবে লক্ষ্যকে।
কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন ভারতীয় শাটলার। দুরন্ত প্রত্যাবর্তন ঘটান তিনি। ২১-৯ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে নেন লক্ষ্য। তৃতীয় গেম ২১-১৬ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন লক্ষ্য।
সোনার দৌড়
ব্য়াডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে জয় পিভি সিন্ধুর (PV Sindhu)। কমনওয়েলথে গেমসে (Commonwealth Games 2022) সোনা জয় ব্যাডমিন্টনে (Badminton)। দুরন্ত ফর্ম বজায় রেখে কানাডার মিশেল লি-কে একপ্রকার উড়িয়ে দিলেন সিন্ধু। এর আগে কমনওয়েলথে ব্যাডমিন্টনে সিঙ্গলসে কখনও সোনা জেতেননি কোনও ভারতীয়। এই প্রথমবার সেই লক্ষ্যপূরণ হল সিন্ধুর হাত ধরে। সিঙ্গাপুর ওপেনের পর এবার কমনওয়েলথ গেমসে ফের একবার নিজের জাত চেনালেন সিন্ধু।
এদিন প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয় গেমে আর প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি হায়দরাবাদি তরুণী। ধীরে ধীরে ম্যাচে ছন্দ ফিরে পাচ্ছিলেন। যা বোঝাই যাচ্ছিল। একের পর এক দুরন্ত কাউন্টার, স্ল্যাশের কোনও জবাব ছিল না মিশেলের কাছে। দ্বিতীয় গেমে দ্রুত ১০ পয়েন্ট ছিনিয়ে নেন সিন্ধু। এরপর দ্বিতীয় গেমে ২১-১৩ গেমেই জয় ছিনিয়ে সোনা জিতে নেন ২ বারের অলিম্পিক্স পদকজয়ী এই ভারতীয় শাটলার। এর আগে সিঙ্গলসে গ্লাসগোতে ব্রোঞ্জ ও গোল্ড কোস্টে রুপো জিতেছিলেন সিন্ধু। এর আগে গ্লাসগোতে এই মিশেলের বিরুদ্ধে সেমিতে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সিন্ধুর। কিন্তু এরপর থেকে আর মিশেল সিন্ধুকে হারাতে পারেননি। এবার তো একেবারে সোনা জয়ের মঞ্চেই বাজিমাত করলেন হায়দরাবাদি তরুণী।
আরও পড়ুন: দলীপ ট্রফি দিয়ে মরসুম শুরু, ফিরছে ইরানি কাপ, ইডেনে রঞ্জির হোম ম্যাচ খেলবে বাংলা