কলকাতা: ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ২০২২-২৩ মরসুমে মোট দেড় হাজার ম্যাচ আয়োজিত হবে ঘরোয়া ক্রিকেটে। মরসুম শুরু হবে ৮ সেপ্টেম্বর দলীপ ট্রফি দিয়ে। ২০২৩ সালের মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে ঘরোয়া ক্রিকেট।


আসন্ন মরসুমে ফেরানো হচ্ছে ইরানি কাপকে (Irani Cup)। ঐতিহ্যশালী যে টুর্নামেন্টে রঞ্জি ট্রফির (Ranji Trophy) চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অবশিষ্ট একাদশ খেলে। কিন্তু করোনার কারণে ঘরোয়া মরসুম কাটছাঁট করায় ইরানি ট্রফি বন্ধ ছিল। এবার ১-৫ অক্টোবর ইরানি ট্রফি হবে।


৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি (Duleep Trophy)। যেখানে আঞ্চলিক ভিত্তিতে খেলবে ছটি দল। পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও নর্থইস্ট। ৪ দিনের ফর্ম্যাটের টুর্নামেন্টটি হবে নক আউট। এরপর হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফি। দুই টুর্নামেন্টেই অংশ নেবে মোট ৩৮টি করে দল। যাদের ভাগ করা হবে ৫টি গ্রুপে। তিনটি গ্রুপে থাকবে ৮টি করে দল। ২টি গ্রুপে থাকবে ৭টি করে দল।


রঞ্জি ট্রফি খেলা হবে এলিট ও প্লেট গ্রুপ ভাগ করে। এলিট গ্রুপে থাকবে ৩২টি দল। যে দলগুলিকে ৪ গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে থাকবে ৮টি করে দল। পুরনো হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি ফেরানো হচ্ছে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে। অর্থাৎ, বাংলা দলকে ফের ইডেন গার্ডেন্সে হোম ম্যাচ খেলতে দেখা যাবে। গ্রুপে প্রত্যেকটি দল সাতটি করে ম্যাচ খেলবে। চারটি গ্রুপের সেরা দুটি করে দল সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে।


প্লেট গ্রুপে থাকবে ৬টি দল। গ্রুপ পর্বে মোট ১৫টি ম্যাচ খেলা হবে। প্রথম স্থানে থাকা চারটি দল সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। নীচের দিকের দুটি দল ৫ ও ৬ নম্বর জায়গার জন্য লড়াই করবে। রঞ্জি ট্রফি শুরু হবে ১৩ ডিসেম্বর। প্লেট গ্রুপ শেষ হবে ২৯ জানুয়ারি। এলিট গ্রুপের খেলা শেষ হবে ২০ ফেব্রুয়ারি। 


আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারমে মহিলাদের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে। ১১ অক্টোবর শুরু হয়ে যা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। তারপর হবে আঞ্চলিক ফর্ম্যাটে টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি চ্যালেঞ্জার। তারপর হবে মহিলাদের ৫০ ওভারের ক্রিকেট। মহিলাদের আঞ্চলিক টি-টোয়েন্টি ও ওয়ান ডে টুর্নামেন্ট এবার ফের আয়োজিত হবে। পাশাপাশি এই প্রথম অনূর্ধ্ব ১৬ মহিলাদের জন্য একটি ওয়ান ডে টুর্নামেন্ট আয়োজন করছে বোর্ড।


আরও পড়ুন: প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে ব্যাডমিন্টনে সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর