বার্মিংহাম: বজরঙ্গ পুনিয়া-দীপক পুনিয়ারা শুক্রবার আলো জেলেছিলেন। কুস্তিতে ছ'টি পদক এসেছিল শুক্রবারই। কমনওয়েলথ গেমসে (CWG 2022) শনিবার ভারতের পালোয়ানদের দাপট অব্যাহত। ফাইনালে উঠে পদক নিশ্চিত করে ফেলেছেন ভিনেশ ফোগত। পুরুষদের ফ্রি স্টাইল ৫৭ কেজি বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করে ফেললেন রবি কুমার দাহিয়াও (Ravi Kumar Dahiya)। সেমিফাইনালে পাকিস্তানের আসাদ আলিকে ১২-৪ ব্যবধানে হারিয়ে দিলেন তিনি।


রবির সোনা জয়ের সম্ভাবনাও রয়েছে প্রবলভাবে। শনিবার শুরু থেকেই ছন্দে রয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের সূরয সিংহকে হারিয়ে দেন রবি। সেমিফাইনালে পাক প্রতিপক্ষকেও দাঁড়াতে দেননি।


ট্র্যাক অ্যান্ড ফিল্ডের আপডেট


কমনওয়েলথ গেমসের (CWG 2022) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের পদকের দৌড় চলছে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের অবিনাশ মুকুন্দ সাবল (Avinash Mukund Sable) রুপো জিতেছেন। ৮ মিনিট ১১.২০ সেকেন্ডে ৩ হাজার মিটার সম্পূর্ণ করেন অবিনাশ। যা জাতীয় রেকর্ডও। সোনা জিতেছেন কিনিয়ার আব্রাহাম কিবিবোট। ব্রোঞ্জও গিয়েছে কিনিয়ার ঝুলিতে। জিতেছেন ওমোস সীরম।


বক্সারদের দাপট


ভারোত্তোলকদের পর বার্মিংহামে (Birmingham) ভারতীয় বক্সারদের দাপট। নীতুর পর এবার ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেললেন অমিত পাংহালও (Amit Panhal)।


পুরুষদের ৪৮-৫১ কেজি ফ্লাইওয়েট বক্সিংয়ের সেমিফাইনালে জাম্বিয়ার প্যাট্রিক চাইনেম্বাকে ৫-০ ব্যবধানে হারালেন অমিত। প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি ভারতীয় বক্সার। 


ফাইনালে নীতুও


কমনওয়েলথ গেমসের (CWG 2022) বক্সিংয়ে মহিলাদের মিনিমামওয়েট (৪৫-৪৮ কেজি) বিভাগের সেমিফাইনালে কানাডার প্রিয়ঙ্কা ধিলঁর মুখোমুখি হয়েছিলেন ভারতের নীতু (Nitu)। ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেলেন তিনি। সেই সঙ্গে বক্সিংয়ে একটি পদক নিশ্চিত করে ফেললেন।


ইতিহাস প্রিয়ঙ্কার


কমনওয়েলথ গেমসে (CWG 2022) ইতিহাস প্রিয়ঙ্কা গোস্বামীর (Priyanka Goswami)। ভারতের প্রথম মহিলা রেসওয়াকার হিসাবে পদক জিতলেন তিনি। শনিবার ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো জিতলেন ভারতীয় অ্যাথলিট। তাঁর আগে ভারতের কোনও মহিলা রেসওয়াকে পদক পাননি। সে দিক থেকে উদাহরণ তৈরি করলেন প্রিয়ঙ্কা। তাঁর আগে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে একমাত্র হরমিন্দর সিংহ রেসওয়াকে ব্রোঞ্জ জিতেছিলেন।