কলকাতা: আমফানের স্মৃতি উস্কে ফের বাংলামুখী ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার সাগরদ্বীপ ও পারাদ্বীপের মাঝখানে বালাসোরের কাছে হতে পারে ইয়াসের ল্যান্ডফল। কারও কারও আশঙ্কা, আমফানের চেয়েও ভয়ঙ্কর হতে পারে ইয়াস। রাজ্যের ২০টি জেলায় মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা। রাজ্যবাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Cyclone Yaas: আসছে ঘূর্ণিঝড় ইয়াস, ময়দানের মালিদের থাকা-খাওয়ার ব্যবস্থা ইডেনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 May 2021 09:45 PM (IST)
ঘূর্ণিঝড়ে বড় গাছ তাঁবুর ওপর উপড়ে পড়ে অতীতে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। সেই বিপত্তির হাত থেকে ময়দানের মালিদের রক্ষা করতে উদ্যোগী হল সিএবি। ইডেন গার্ডেন্সের গ্যালারির নীচে অস্থায়ী আশ্রয়স্থল তৈরি করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের সময় ময়দানের মালিদের থাকা-খাওয়ার ব্য়বস্থা ইডেনে