নয়াদিল্লি : ভারতের হেড কোচ হিসাবে গৌতম গম্ভীরের নিয়োগের প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন পেস তারকা ডেল স্টেন। বললেন, গম্ভীরের আগ্রাসী ক্রিকেট এবং মাঠে খেলাটার প্রতি তাঁর সচেতনতা মেন ইন ব্লুকে উপকৃত করবে। আইসিসি ট্রফি জয়ের ১১ বছরের খরা কাটিয়ে সম্প্রতি টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এরপর রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের হেড কোচের দায়িত্ব দেওয়া হয় গৌতম গম্ভীরকে। Dale Steyn lauded Gautam Gambhir


ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার বলেন, "আমি গৌতম গম্ভীরের খুব বড় ভক্ত। ওঁর আগ্রাসন ভালবাসি। আমি যেসব ভারতীয় ক্রিকেটারের সঙ্গে খেলেছি তাঁদের মধ্যে গম্ভীরও পড়েন যিনি আপনার কাছে এগিয়ে আসবেন। ওঁর এই স্বভাবটা আমি পছন্দ করি। আমার মনে হয়, এই বিষয়টা ও ড্রেসিংরুমেও নিয়ে আসবে। এর সঙ্গে রয়েছে বিরাট-সহ অন্য সিনিয়র সদস্যরা। যাঁরা হয়তো আর অত বড় অংশ থাকবেন না। আমি নিশ্চিত নই।"  


তাঁর সংযোজন, "শুধু ভারতেই নয়, বিশ্ব ক্রিকেটেও আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যাঁরা একটু বেশি আগ্রাসী এবং খেলাটা একটু কঠিনভাবে খেলবেন। লিগে আমরা একে অপরের বিপক্ষে খেলি। সেখান থেকেই আমরা বন্ধু হয়ে উঠি। ও মাঠে ভয়ঙ্কর, কিন্তু মাঠের বাইরে ভদ্রলোক। তাছাড়া খুব স্মার্ট ক্রিকেটারও। তাই আমার মনে হয়, ওদের (ভারতীয় ক্রিকেটারদের) পক্ষে খুব ভাল হতে চলেছে।"


আগের দিনই গম্ভীরকে নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কালিস বলেছিলেন, 'গৌতম কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন দেখে দারুণ লাগছে। ওঁর ক্রিকেট মস্তিষ্ক অসাধারণ। ও খেলাটার মধ্যে আগুন আনতে পারবে। খেলাটা আগ্রাসীভাবে খেলতে পারেন। আমার মনে হয়, অতিরিক্ত কিছু আনতে পারবেন গৌতম। আর ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা নিশ্চিতভাবেই অনেক কিছু শিখবেন। ওঁর অনেক কিছু যোগ করার আছে এবং ভারতীয় দলে তাৎপর্যপূর্ণ মূল্য নিয়ে আসবেন। ওঁকে শুভেচ্ছা জানাই। তবে, আমাদের বিরুদ্ধে বেশি নয়। কিন্তু, আমি নিশ্চিত গৌতম অসাধারণ কাজ করবেন।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।