জোহানেসবার্গ: তিনি নিজে যখন খেলতেন, তখন প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে ত্রাস ছিলেন। তাঁর দেড়শো কিমি গতির বল ব্যাটে ছোঁয়াতে ভয় পেতেন তাবড় তাবড় ব্য়াটার। বিশ্ব ক্রিকেটে (World Cricket) ডেল স্টেন (Dale Stayen) ছিলেন এক আতঙ্কের নাম। এবার তিনিই সতর্ক করছেন বাকিদের। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজ টিভির পর্দায় চোখ রেখেছিলেন তিনি। সেই সিরিজেই বিরাট কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ প্রাক্তন প্রোটিয়া তারকা। আড়াই বছরের অপেক্ষা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি এসেছে বিরাটের ব্যাটে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে বড় রান না পেলেও শেষ ম্যাচে ৪৮ বলে ঝোড়াে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর সেই ইনিংস দেখার পরই স্টেনের ট্যুইট, যা ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।


কী ট্যুইট করেছেন স্টেন?


 



নাম না করলেও স্টেন যে বিরাটের কথাই বলতে চেয়েছেন তা বুঝতে কারও অসুবিধে হয়নি। প্রাক্তন প্রোটিয়া পেসার বলতে চেয়েছেন, ''কেউ বিশ্বকাপের ঠিক আগেই ছন্দে ফিরছেন, অসাধারণ কিছু শট খেলছেন।''


ছিটকে গেলেন হুডা


এদিকে, দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) থেকে ছিটকে গেলেন দীপক হুডা (Deepak Hooda)। পিঠের চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন বঢ়োদার এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) জন্য় ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন হুডা। কিন্তু দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ থেকে ছিটকে গিয়ে কিছুটা চাপ বেড়ে গেল। কারণ বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করার আর কোনও সুযোগ পাচ্ছেন না হুডা। এমনকী এই চোটের জন্য বিশ্বকাপেও তিনি অংশ নিতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ দানা বাঁধল।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন হুডা। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই চোট পেয়ে যান তিনি। সেই সময়ই পিঠে চোট পেয়েছিলেন হুডা। তৃতীয় টি-টোয়েন্টির আগেই বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ''পিঠের চোটের কারণে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টিতে নির্বাচনের জন্য দীপক হুডাকে পাওয়া যায়নি।''


আরও পড়ুন: পিঠের চোট, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক হুডা