মুম্বই: শুরুটা বাবার মতো সাড়াজাগানো না হলেও, মুম্বইয়ের হয়ে সিনিয়র ক্রিকেটে অভিষেক হল সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজের প্রথম ম্যাচে অবশ্য খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই বাঁ হাতি পেসার। তিন ওভার বোলিং করে তিনি ৩৪ রান দেন। প্রথম ওভারেই ওঠে ১৫ রান। এরপর অবশ্য একটি উইকেট নেন অর্জুন। তাঁর বলে আউট হয়ে যান হরিয়ানার ওপেনার চৈতন্য বিষ্ণোই। সচিনের ছেলে অবশ্য স্পেল সম্পূর্ণ করার সুযোগ পাননি। তিনি চতুর্থ ওভারে বোলিং করতে যাওয়ার আগেই ১৮-তম ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হরিয়ানা।


সিনিয়র ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন অর্জুন। অনেকেই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। তাঁদের অন্যতম ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ড্যানি ওয়্যাট। তিনি ট্যুইট করে অর্জুনের প্রশংসা করেছেন।

২০১৭ সালে ইংল্যান্ডের হয়ে মহিলাদের বিশ্বকাপ জেতেন ড্যানি। সে বছরই আইসিসি-র বর্ষসেরা টি-২০ দলেও রাখা হয় তাঁকে। ২৯ বছর বয়সি এই অলরাউন্ডার নেটে অনেকবার অর্জুনের সঙ্গে অনুশীলন করেছেন। তাঁদের সম্পর্ক বেশ ভাল।

গত বছরের জুনে একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুনের সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা থেকে ড্যানি বলেন, ‘সচিন বা অর্জুনের সঙ্গে আমার আলাপ হওয়ার পর থেকে তাঁরা যখনই লর্ডসে অনুশীলনে করতে এসেছেন, আমি নেটে গিয়ে অর্জুনকে নতুন বলে বোলিং করতে বলেছি। আমি অনেকবার ওর বলে ব্যাটিং করেছি। এখন ওর বলের গতি অনেক বেড়েছে। ও সবসময় বলে, ‘আমি বাউন্সার দিয়ে তোমার মাথা উড়িয়ে দেব।’ তাই আমি ওর বলের সামনে আর ব্যাটিং করতে চাই না। ওর বোলিং আমার পক্ষে বিপজ্জনক হয়ে যাচ্ছে।’

সিনিয়র ক্রিকেটে অভিষেক ম্যাচে অবশ্য এই প্রশংসার যোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি অর্জুন। তবে তিনি আরও খেলার সুযোগ পাবেন বলেই মুম্বই শিবির সূত্রে জানা গিয়েছে। তিনটি ম্যাচ হেরে মুম্বই ইতিমধ্যেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে ছিটকে গিয়েছে। ফলে বাকি যে দু’টি ম্যাচ আছে, সেগুলিতে অর্জুনকে সুযোগ দেওয়া হবে। সেই ম্যাচগুলিতে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে এবার রঞ্জি ট্রফিতেও খেলতে দেখা যেতে পারে সচিনের ছেলেকে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সুযোগ পাওয়ার সুবাদে এবার আইপিএল-এ খেলার যোগ্যতা অর্জন করলেন অর্জুন। এ বছরের আইপিএল-এর জন্য যখন নিলাম হবে, তখন তাঁর নাম বিবেচিত হতে পারে। নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি যদি আলাদা করে কোনও ক্রিকেটারের নাম সুপারিশ না করে, তাহলে আইপিএল-এর নিলামের জন্য বিবেচিত হতে গেলে ঘরোয়া ক্রিকেটে অন্তত একটি ম্যাচ খেলতে হয়। অর্জুন সিনিয়র ক্রিকেটে খেলে ফেলার পর এবার আইপিএল-এ সুযোগ পেতেই পারেন।

এখনও পর্যন্ত আইপিএল-এ খেলার সুযোগ না পেলেও, মুম্বই ইন্ডিয়ান্সের নেটে তাঁকে অনেকবার বোলিং করতে দেখা গিয়েছে। গত আইপিএল-এও সংযুক্ত আরব আমিরশাহিতে মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে দলের সঙ্গে গিয়েছিলেন তিনি।