ক্যান্ডি: ২০২২ সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন (Asia Cup 2023 Champion)। ২০২৩ সালেও ফাইনালে উঠেছিল দলটি। কিন্তু এমন লজ্জার হার হারতে হবে কে ভেবেছিল। ভারতের (IND vs SL) বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল লঙ্কা ব্রিগেড। ভারতীয় বোলিং ব্রিগেডের সামনে একেবারে নাকানিচোবানি খেতে হয়েছিল লঙ্কা ব্যাটিং লাইন আপকে। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৫.২ ওভারে ১০ উইকেটে ৫০ রান তুলেছিল। ভারত খুব সহজেই রান তাড়া করে ম্যাচটি জিতে যায়। ব্যাট হাতে ৬ ম্যাচে মাত্র ৫৪ রান করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ক্য়াপ্টেন হিসেবেও বোলার নির্বাচন ও ফিল্ডিং সাজানো নিয়ে শনাকাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবার শোনা যাচ্ছে যে বিশ্বকাপের আগেই শ্রীলঙ্কার অধিনায়ক পদ থেকে সরতে পারেন শনাকা। উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে শ্রীলঙ্কা শিবির। 


উল্লেখ্য, শ্রীলঙ্কা দলের অধিনায়ক হিসেবে বেশ সাফল্য পেয়েছেন শনাকা। সাম্প্রতিক অতীতে শ্রীলঙ্কার সফলতম অধিনায়ক অবশ্যই তিনি। গত বছর দলকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচে একার কাঁধে শ্রীলঙ্কাকে জিতিয়েছিলেন চলতি বছরের শুরুর দিকে। শ্রীলঙ্কা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের চ্যাম্পিয়ন হয়েছে শানাকার অধিনায়কত্বেই। ২০২৩-এর এশিয়া কাপে ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা-র মত প্রথম একাদশের একঝাঁক তারকাকে প্রায় নি তারা, কিন্তু অধিনায়ক শানাকা তরুণ দুনিথ ওয়েলালাগে, মাথিশা পথিরানাদের দুরন্ত ভাবে ব্যবহার করে দলকে তুলেছিলেন ফাইনালে।


এদিকে, এশিয়া কাপে শ্রীলঙ্কা দলের ফাইনালে এমন জঘন্য পারফরম্যান্সের পর শোনা যাচ্ছে যে বিশ্বকাপের স্কোয়াডে ফেরানো হতে পারে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে।এখনও পর্যন্ত ২২১টি ওডিআই ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ৫৮৬৫ রান করেছেন। তার নামে ৩টি শতরান এবং ৪০টি অর্ধশতরান রয়েছে। এই ফরম্যাটে তার সর্বোচ্চ রান হল ১৩৯। বল হাতেও ঝুলিতে পুরেছেন ১২০টি উইকেট। ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ম্যাথিউজ। ৭টি ম্যাচ খেলে ৪০.৬৬ গড়ের সাথে ২৪৪ রান করেছিলেন। সেই অভিজ্ঞতা বিশ্বকাপে লঙ্কা ব্রিগেডের কাজে লাগতে পারে। 


উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। ভারতের মাটিতে আয়োজিত হবে এবারের টুর্নামেন্ট। ভারতের মোট ১০টি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজিত হবে।