পচেস্ট্রুম: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচে মাত্র ৩৫ বলে শতরান করলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার। এটাই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্রুততম শতরান। এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকারই রিচার্ড লেভির দখলে। ২০১২ সালে হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৫ বলে শতরান করেছিলেন লেভি। সেই রেকর্ড ভেঙে দিলেন মিলার।
বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে ৩৬ বলে ১০১ রান করেন মিলার। তাঁর এই বিধ্বংসী ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২২৪ রান করে। জবাবে বাংলাদেশ ১৪১ রানে অলআউট হয়ে যায়। ৮৩ রানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে মিলার প্রথম ৫০ রান করেন ২৩ বলে। পরের ৫০ রান তিনি করেন মাত্র ১২ বলে। তিনি এই ইনিংসে মোট ৯টি ছক্কা মারেন। ১৯-তম ওভারে মহম্মদ সৈফুদ্দিনের বলে পরপর পাঁচটি ছক্কা মারেন মিলার। এর আগে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে পরপর পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরেছিলেন।
মিলার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্রুততম শতরান করলেও, আইপিএল বা অন্যান্য টি-২০ ম্যাচে দ্রুততম শতরানের ক্ষেত্রে তিন নম্বরে। ২০১৩ সালের আইপিএল-এ মাত্র ৩০ বলে শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। এটাই এখনও পর্যন্ত টি-২০ ম্যাচে দ্রুততম শতরান। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। ২০০৪ সালে কেন্টের হয়ে তিনি ৩৪ বলে শতরান করেছিলেন। মিলার এর আগে আইপিএল-এ ৩৮ বলে শতরান করেছিলেন। তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি টি-২০ ম্যাচে দু’বার ৪০-এর কম বলে শতরান করলেন।
বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড ডেভিড মিলারের
Web Desk, ABP Ananda
Updated at:
30 Oct 2017 09:09 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -