মাদ্রিদ: নতুন মরশুমের আগে জোরকদমে চলছিল প্রস্তুতি। আর তাতেই হাঁটুতে গুরুতর চোট। সেই চোটের জেরেই শেষ হয়ে গেল স্পেনের বিশ্বজয়ী দলের সদস্য ডেভিড সিলভার (David Silva) কেরিয়ার। বৃহস্পতিবার , ২৭ জুলাই খেলোয়াড় হিসাবে ফুটবলকে বিদায় জানালেন তারকা মিডফিল্ডার।
রিয়াল সোসিয়াদাদের (Real Sociedad) সঙ্গে নিজের চতুর্থ মরশুমে মাঠে নামার প্রস্তুতিতে ছিলেন ৩৭ বছর বয়সি সিলভা। তবে এই মাসের শুরুর দিকেই রিয়াল সোসিয়াদাদের প্রাক মরশুম প্রস্তুতি শিবিরে এসিএলে চোট পান সিলভা। তাঁর বাম হাঁটুতে চোট লাগে। এসিএল চোট সারতে প্রচুর সময়ের প্রয়োজন। তাই এই চোটের ফলেই বাধ্য হয়ে অবসর নিলেন সিলভা। থামল তাঁর বর্ণময় ফুটবল কেরিয়ার। নিজের অবসরের কথা ঘোষণা করে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সিলভা জানান, 'আজকে আমরা জন্য খুবই দুঃখের দিন। আমি সারাটা জীবন যার জন্য নিজের সবটা উজাড় করে দিয়েছি, আজ সেটাকে বিদায় জানানোর সময় এসেছে। আজ আমার সহকর্মী যারা আমার পরিবারের মতোই, তাদের বিদায় জানানোর সময়। আমি তোমাদের সকলকে খুব মিস করব।'
সিলভা মাঠে নিজের দৃষ্টিনন্দন ফুটবলে সকলেরই নজর কাড়তেন। নিজের দীর্ঘ কেরিয়ারে কী জাতীয় দল, কী ক্লাব, ধারাবাহিকভাবে একের পর এক ট্রফি জিতেছেন তিনি। স্পেনের হয়ে বিশ্বকাপের পাশাপাশি দুই ইউরো জিতেছেন তিনি। ভ্যালেন্সিয়া থেকে রিয়াল সোসিয়াদাদ, সব ক্লাবের হয়েই জিতেছেন ট্রফি। সোসিয়াদাদের জার্সিতেই নিজের শেষ ট্রফি জিতেছিলেন ডেভিড সিলভা। তবে তাঁর কেরিয়ারের সফলতম সময়টা কাটে ইংল্যান্ডের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) জার্সি গায়ে। এক দশক ধরে সিটিজেনদের হয়ে প্রিমিয়ার লিগের মঞ্চ মাতিয়েছেন তিনি। সিটিজেনদের হয়ে চারটি লিগ, দুইটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার। তাঁকে সম্মান জানাতে ম্যান সিটির (Man City) স্টেডিয়ামে তাঁর মূর্তিও স্থাপন করা হয়েছে।
জাতীয় দলের হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন সিলভা। ক্লাবস্তরে খেলেছেন প্রায় ৭৫০টি ম্য়াচ। তাঁর খেলার ধরন থেকে ফুটবলার হিসাবে একাধিক খেতাব জয় তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: কুলদীপ-কিশাণের কামাল, ক্যারিবিয়ানদের দুরমুশ ভারতের, ৫ উইকেটে প্রথম ওডিআই জয়