মেলবোর্ন: পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। সিডনিতে নিজের ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট খেলবেন ওয়ার্নার (David Warner)। কিন্তু এরপর টেস্ট ফর্ম্যাটে অজি দলের ওপেনিংয়ে কাকে দেখা যাবে? কে নেবেন ওয়ার্নারের জায়গা? এক্ষেত্রে অবশ্য নির্বাচকদের কাজটা কিছুটা সহজ করে দিলেন ৩৬ বছরের এই মারকুটে ব্যাটার। 


এই মুহূর্তে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। এদিন ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮ রান করে আউট হয়েছেন ওয়ার্নার। এক সাক্ষাৎকারে অজি তারকা বলেন, ''টেস্টে আমার জায়গায় কে ওপেনে নামবে অস্ট্রেলিয়ার জার্সিতে, এই উত্তর দেওয়াটা সত্যিই ভীষণ কঠিন। এটা পুরোটাই নির্বাচকদের ওপর নির্ভর করছে। কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয়, তাহলে একটা নাম আমার মাথায় ভেসে আসছে। আমি বলব মার্কাস হ্যারিস সেই ব্যক্তি। কিছুদিন আগেই ও শতরান হাঁকিয়েছিল।''


ওয়ার্নার আরও বলেন, ''হ্যারিস অনেক ম্যাচেই খেলেনি। কিন্তু ও এমন একজন যে এই দৌড়ে সবার আগে রয়েছে। যদি নির্বাচকরা ওর প্রতি বিশ্বাস রাখতে পারে তবে আশা করি হ্যারিসও নিজের পারফরম্যান্স দেখাতে পারবে। আমার মতই খেলে অনেকটা। যদি সব ঠিক থাকে, তবে হয়ত ওকেই দেখা যাবে।''


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক শান মাসুদ। ওপেনিংয়ে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা। নিজের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছেন ওয়ার্নার। আগের টেস্টে শতরান হাঁকিয়েছিলেন। এদিন অবশ্য ভাল শুরু করেও ৩৮ রান করে ফিরতে হয় তাঁকে। আগা সালমনের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। উসমান খাওয়াজা যদিও ছন্দে ছিলেন এদিনও। তাঁক নিয়ে সম্প্রতি বিতর্ক হচ্ছে। কাল ব্যান্ডে শান্তির বার্তা দিতে গিয়ে আইসিসির কোপের মুখে পড়েছেন। তবে ব্য়াট হাতে গুরুত্বপূর্ণ ৪২ রানের ইনিংস খেললেন ৩৭ বছরের এই বাঁহাতি তারকা। হাসান আলির বলে প্যাভিলিয়নে ফেরার আগে নিজের নামে ৫টি বাউন্ডারি ঝুলিতে পুরে নিয়েছিলেন তিনি।


এরপর স্মিথ ও লাবুশেন মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। স্মিথ এদিন ২৬ রান করে আমের জামালের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। তবে লাবুশেনকে দিনের শেষে ফেরাতে পারেনি পাক বোলিং বাহিনী। এখনও পর্যন্ত মাত্র ৩টি বাউন্ডারি হাঁকালেও ১২০ বল খেলে ক্রিজে সেট হয়ে গেছেন তিনি।