কলকাতা: ক্রিকেট জীবনের বাইরে ডেভিড ওয়ার্নার আদ্যোপান্ত একজন পারিবারিক মানুষ। ২২ গজের বাইরে বেশির সময়ই স্ত্রী ও সন্তানদের সঙ্গে কাটাতে দেখা যায় তাঁকে। নানা সময় তাঁর সেই পারিবারিক সময়ের একাধিক মুহূর্ত তিনি নিজেই জনসমক্ষে নিয়ে আসেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। এবারও ঠিক একই রকম করলেন তিনি।
মেয়ে আইভির সঙ্গে ক্রিকেট খেলার এক টুকরো ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। সেখানে দেখা যাচ্ছে, ব্যাট হাতে দাঁড়িয়ে ওয়ার্নারের মেয়ে আইভি। তার দিকে এগিয়ে আসছে একটি ডেলিভারি। ও ওই ডেলিভারিতে ব্যাটই ছোঁয়াতে পারল না। তারপরই রেগে আগুন আইভির উক্তি, ‘বলটা দারুণ ঘুরলো’। এরপর ব্যাট ছুড়ে দিয়ে অন্যদিকে হেঁটে চলে যায় আইভি।
উল্লেখ্য, ভারত সফরে এসে শতরান পেলেও তাঁর দল দেশে ফিরেছে শূন্য হাতেই। প্রথম ম্যাচে অ্যারন ফিঞ্চের সঙ্গে অপরাজিত যুগলবন্দি, একাই করেছেন ১২৮। ওই ম্যাচে ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে হারে ভারত। তবে পরপর দুই ম্যাচে দারুণভাবে কামব্যাক করে সিরিজ জিতে নেন বিরাট কোহলিরা।