ভারতীয় দলের হয়ে ১০৩ টেস্ট খেলেছেন হরভজন, পেয়েছেন ৪১৭ উইকেট। ২৩৬টি একদিনের ম্যাচ খেলে ২৬৯টি উইকেট পেয়েছেন তিনি। শেষ টেস্ট তিনি খেলেছেন ২০১৫-য় শ্রীলঙ্কার বিরুদ্ধে। সে বছরই মুম্বইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেন। এবার সিনেমায় নামছেন হরভজন, দেখা যাবে ফ্রেন্ডশিপ ছবিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Feb 2020 01:37 PM (IST)
হরভজনের স্ত্রী গীতা বসরা অভিনেত্রী। কিন্তু ছবিতে তিনি রয়েছেন কিনা এখনও জানা যায়নি।
মুম্বই: অজয় জাডেজা, বিনোদ কাম্বলির পর এবার আর এক ক্রিকেটার বড় পর্দায় আসছেন। তারকা স্পিনার হরভজন সিংহকে দেখা যাবে ফ্রেন্ডশিপ ছবিতে। সম্ভবত এ বছরই মুক্তি পাবে ছবিটি। হরভজনের স্ত্রী গীতা বসরা অভিনেত্রী। কিন্তু ছবিতে তিনি রয়েছেন কিনা এখনও জানা যায়নি। ফ্রেন্ডশিপ-এর পরিচালক জেপিআর ও শ্যাম সূর্য। ছবিতে হরভজনই মুখ্য চরিত্রে রয়েছেন। নির্মাতারা টুইটারে পোস্ট করেছেন ছবির পোস্টার।