কলকাতা: দিন-রাতের টেস্ট ক্রিকেট আইসিসি-র সবুজ সঙ্কেত পেয়েছিল ২০১২-র ৩০ অক্টোবর। টেস্ট ম্যাচ সাধারণত লাল বলে খেলা হয়। আর সীমিত ওভারের ক্রিকেট সাদা বলে খেলা হয়। দিন-রাতের টেস্ট ভিন্ন রঙের বলে খেলা হয়। আগামী ২২ নভেম্বর ভারতে প্রথম দিন-রাতের টেস্ট খেলা হবে। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে ভারত দিন-রাতের ওই টেস্ট খেলবে।
ভারতে দিন-রাতের প্রথম টেস্ট আয়োজনের কথা জানান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।এর আগে তিনি এব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসানের সঙ্গে কথা বলেন।
ক্রিকেটের ইতিহাসে দুই হাজারের বেশি পাঁচদিনের ম্যাচ খেলা হয়েছে। প্রথম দিন-রাতের টেস্ট হয়েছিল ২০১৫-তে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে। এরপর এখনও পর্যন্ত এ ধরনের ১৪ টি ম্যাচ হয়েছে। যদিও ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো দল এখনও পর্যন্ত দিন-রাতের টেস্ট ম্যাচ খেলেনি।
দিন-রাতের টেস্টে গোলাপি বল ব্যবহার করা হয়। এই বল তৈরি করে কোকাবুরা কোম্পানি।ইডেন টেস্টে অবশ্য ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা এসজি-র তৈরি গোলাপি বলে খেলা হবে বলে জানা গিয়েছে।
দিন-রাতের টেস্টে প্রতিদিন ছয় ঘন্টা খেলা হবে। ৯০ ওভার খেলা হবে।
সাধারণত ম্যাচ শুরু হয় দুপুর দেড়টায়। দিনের খেলা শেষ রাত ৯ টায়। চা-পানের বিরতি বিকেল চারটে পাঁচ মিনিটে । এরপর আর একটি বিরতি থাকবে ছয়টা কুড়ি মিনিটি। ইডেনে ম্যাচের এই সময় কিছুটা হেরফের হতে পারে।
টেস্টের নিময়মতো প্রতি ৮০ ওভারের পর নতুন বল নেওয়া যাবে।
ভারতের প্রথম দিন-রাতের টেস্ট হবে ইডেনে, বিস্তারিত তথ্য এক নজরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2019 11:04 AM (IST)
দিন-রাতের টেস্ট ক্রিকেট আইসিসি-র সবুজ সঙ্কেত পেয়েছিল ২০১২-র ৩০ অক্টোবর। টেস্ট ম্যাচ সাধারণত লাল বলে খেলা হয়। আর সীমিত ওভারের ক্রিকেট সাদা বলে খেলা হয়। দিন-রাতের টেস্ট ভিন্ন রঙের বলে খেলা হয়। আগামী ২২ নভেম্বর ভারতে প্রথম দিন-রাতের টেস্ট খেলা হবে। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে ভারত দিন-রাতের ওই টেস্ট খেলবে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -