DC vs CSK, IPL 2023 Live: শুরুতে চাহার, শেষে লঙ্কান-ম্যাজিক, ৭৭ রানে ক্যাপিটালসকে পরাজিত করল সিএসকে

DC vs CSK: দিল্লি-সিএসকের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে হলুদ ব্রিগেডই। ১৮টি ম্যাচ জিতেছে সিএসকে, ১০ ম্যাচে জয় পেয়েছে চেন্নাই।

ABP Ananda Last Updated: 20 May 2023 07:26 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: বহু আগেই আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে তাঁদের আজকের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) কিন্তু প্রবলভাবে প্লে-অফের দৌড়ে রয়েছে। সিএসকের দখলে...More

DC vs CSK Live Score: বিরাট জয়

২২৩ রান তাড়া করতে নেমে মাত্র ১৪৬/৯ থেমে গেল দিল্লি ক্যাপিটালস। ৭৭ রানে ম্যাচ জিতল সিএসকে।