DC vs CSK, IPL 2023 Live: শুরুতে চাহার, শেষে লঙ্কান-ম্যাজিক, ৭৭ রানে ক্যাপিটালসকে পরাজিত করল সিএসকে
DC vs CSK: দিল্লি-সিএসকের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে হলুদ ব্রিগেডই। ১৮টি ম্যাচ জিতেছে সিএসকে, ১০ ম্যাচে জয় পেয়েছে চেন্নাই।
ABP Ananda Last Updated: 20 May 2023 07:26 PM
প্রেক্ষাপট
নয়াদিল্লি: বহু আগেই আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে তাঁদের আজকের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) কিন্তু প্রবলভাবে প্লে-অফের দৌড়ে রয়েছে। সিএসকের দখলে...More
নয়াদিল্লি: বহু আগেই আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে তাঁদের আজকের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) কিন্তু প্রবলভাবে প্লে-অফের দৌড়ে রয়েছে। সিএসকের দখলে বর্তমানে ১৫ পয়েন্ট রয়েছে। আজকের ম্যাচটি জিতলে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন দল কেবল প্লে-অফে নিজেদের জায়গাই পাকা করবে না, খুব হেরফের না হলে লিগ তালিকার প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করে ফেলবে হলুদ ব্রিগেড। তবে ম্যাচ হারলে সিএসকেকে মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবির ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।অপরদিকে, দিল্লির লড়াইটা সম্মানের। ক্যাপিটালস তারকা রাইলি রুসো আগেভাগেই জানিয়ে রেখেছেন যে তাঁরা এই ম্যাচে শেষ বল পর্যন্ত লড়াই করবেন। তিনি বলেন, 'পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে আমরা স্বাধীনভাবে খেলব বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। পরের ম্যাচেও শেষ বল পর্যন্ত আমরা লড়াই করব। আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি।' এই ম্যাচে দুই দলের স্পিন বিভাগের লড়াইয়ের দিকে সকলেরই নজর থাকবে। এখনও পর্যন্ত দিল্লির স্পিনাররা এ বারের আইপিএলে ৭.০৯-র ইকোনমিতে ২৪ এবং সিএসকের স্পিনাররা ৭.৫৫ ইকোনমিতে ৩৫ উইকেট নিয়েছেন। এই দুই দলের স্পিনারদের ইকোনমিই টুর্নামেন্টের সব দলগুলির মধ্যে সবচেয়ে কম। দিল্লির ঘরের মাঠে ওয়ার্নারদের পারফরম্যান্স এ মরসুমে একেবারেই আহামরি নয়। তবে তাঁরা শেষ পাঁচ ম্যাচের তিনটি জিতে বেশ ভাল ফর্মেই রয়েছে। তাই ক্রিকেটপ্রেমীরা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
DC vs CSK Live Score: বিরাট জয়
২২৩ রান তাড়া করতে নেমে মাত্র ১৪৬/৯ থেমে গেল দিল্লি ক্যাপিটালস। ৭৭ রানে ম্যাচ জিতল সিএসকে।