DC vs GT, IPL 2023 Live: সাই সুদর্শনের দুরন্ত অর্ধশতরান, মিলারের ঝোড়ো ব্যাটিং, ৬ উইকেটে জিতল গুজরাত
IPL 2023, Match 7, DC vs GT: চেন্নাইকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে গুজরাত শিবির। অপরদিকে, লখনউয়ের কাছে প্রথম ম্যাচে হেরেছে দিল্লি।
সাই সুদর্শন (অপরাজিত ৬২ রান) ও ডেভিড মিলারে (অপরাজিত ৩১) দাপটে ৬ উইকেটে ম্যাচ জিতল গুজরাত।
মিলারের ঝড়ের মাঝে দুরন্ত অর্ধশতরান সাই সুদর্শনের।
মুকেশ কুমারের এক ওভারে জোড়া ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারি হাঁকালেন ডেভিড মিলার। ১৬ তম ওভারে এল ২০ রান। শেষ ৪ ওভারে ম্যাচ জিততে ২৬ রান দরকার গুজরাতের।
কুলদীপ যাদবের বল লাগে ডেভিড মিলারের প্যাডে। আম্পায়ার আউট দিলেও রিভিউতে দেখা যায় বল যাচ্ছিল উইকেটের বাইরে। রিভিউ নিয়ে বাঁচেন মিলার। ১৫ ওভারের শেষে গুজরাতের স্কোর ৪ উইকেটে ১১৭ রান। শেষ ৫ ওভারে জিততে দরকার ৪৬ রান।
৫০ রানের পার্টনারশিপ সাই সুদর্শন ও বিজয় শংকরের। ১৩ ওভারের শেষে ৩ উইকেটে গুজরাতের স্কোর ১০৬ রান।
১২ ওভারের শেষে ৩ গুজরাতের স্কোর ১০১ রান। শেষ ৮ ওভারে জিততে দরকার ৬২ রান।
১১ ওভারের শেষে ৩ উইকেটে গুজরাত টাইটান্সের স্কোর ৯১ রান।
গুজরাতের ইনিংস টানছেন সাই সুদর্শন ও বিজয় শংকর। ১০ ওভার শেষে ৩ উইকেটে ৮৩ রান গুজরাত টাইটান্সের।
৮ ওভারের শেষে গুজরাত টাইটান্সের স্কোর ৩ উইকেটে ৬৬ রান।
শুভমল গিলকেও (১৪) সাজঘরে ফেরালেন নর্জে। হার্দিক পাণ্ড্যকে (৫) আউট করলেন খলিল। ৬ ওভারের শেষে গুজরাতের স্কোর ৩ উইকেটে ৫৪ রান।
দুরন্ত ইনসুইগারে ঋদ্ধিমান সাহার (১৪) উইকেট প্রথম বলেই ছিটকে দিলেন আনরিচ নর্জে। ৩ ওভারের শেষে গুজরাতের স্কোর ১ উইকেটে ৩০ রান।
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সরফরাজের বদলে খলিল, দিল্লির হয়ে প্রথম ওভারে বোলিংও। যদিও তাঁকে দুটি চার ও ১ টি ছক্কা হাঁকিয়ে শুরুর ওভারের ১৪ তুললেন ঋদ্ধিমান সাহা।
শেষপর্বে অক্ষর প্যাটেলের (৩৬) ভাল ব্যাটিং। ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৬২ রানের লড়াকু স্কোর দিল্লির।
১৯ ওভারের শেষে ১৫০ রান দিল্লি ক্যাপিটালসের। মাঝে ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট রশিদ খানের।
দিল্লি ইনিংসকে টানছেন সরফরাজ-অক্ষর। ১৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৫ উইকেটে ১২৬ রান।
রশিদ খানের ঘূর্ণির শিকার বাংলার অভিষেক পোড়েল। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের অভিষেক ম্যাচে ১১ ম্যাচে করলেন ২০ রান।
আলজারি জোসেফের জোড়া ধাক্কা দিল্লিকে। প্রথমে ওয়ার্নার (৩৭) ও তারপর রাউলি রুসোকে (০) সাজঘরে ফেরালেন তিনি। ১০ ওভারের শেষে দিল্লির স্কোর ৪ উইকেটে ৭৮ রান।
দিল্লির ইনিংস টানছেন ওয়ার্নার। আপাতত তিনি অপরাজিত ২৫ রানে। ৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২ উইকেটে ৫২ রান।
পৃথ্বী শা-র পর মিচেল মার্শ (৪), জোড়া উইকেট মহম্মদ শামির। ৪.২ ওভারে ২ উইকেটে দিল্লির স্কোর ৩৭ রান।
পৃথ্বী শাকে (৭) সাজঘরে ফেরালেন মহম্মদ শামি। ২.৪ ওভারে ১ উইকেটে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২৯ রান।
চেতন সাকারিয়ার বদলে দিল্লি উইকেটকিপারের দায়িত্ব দিল বাংলার অভিষেক পোড়েলকে। এদিকে রভম্যান পাওয়েলের জায়গায় দলে ঢুকেছেন পেসার অনরিচ নর্জে।
হাঁটুর চোটে এবারের আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন কেন উইলিয়ামসন। তার বদলে গুজরাতের প্রথম একাদশে ঢুকবেন ডেভিড মিলার। বিজয় শংকরের জায়গায় দলে ঢুকেছেন গত চেন্নাই ম্যাচে গুজরাত শিবিরের ইমপ্যাক্ট প্লেয়ার সাই সুদর্শন।
টসে জিতলেন হার্দিক পাণ্ড্য। প্রথমে দিল্লি শিবিরকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত গুজরাত অধিনায়কের।
প্রেক্ষাপট
আইপিএলের (IPL 2023) সপ্তম ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স (Delhi Capitals vs Gujarat Titans)। গুজরাত যেখানে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে পাঁচ উইকেটে পরাজিত করেছিল, সেখানে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫০ রানে পরাজিত হতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। তাই একদিকে যেখানে গুজরাত নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখার প্রচেষ্টায় মাঠে নামবে, সেখানে দিল্লির লক্ষ্য বোর্ডে মরসুমের প্রথম দুই পয়েন্ট তুলে নেওয়া।
ঋষভ পন্থ (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক। কিন্তু গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তাই এ বারের আইপিএলে তাঁকে ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাচ্ছে না। তাঁর বদলে এ মরসুমে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দলের হয়ে খেলতে না পারলেও, ক্যাপিটালসকে সমর্থন জানাতে যে তিনি ঘরের ম্যাচগুলিতে কোটলায় থাকার চেষ্টা করবেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন পন্থ। যেমন কথা তেমনই কাজ। মঙ্গলবার যে পন্থ সশরীরে কোটলায় উপস্থিত থাকবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -