DC vs MI, IPL 2023 Live: দুরন্ত অর্ধশতরান হাঁকালেন রোহিত, দিল্লিকে হারিয়ে অবশেষে জয়ের খাতা খুলল মুম্বই
IPL 2023, Match 16, DC vs MI: মুম্বই-দিল্লি, দুই ফ্রাঞ্চাইজির কেউই আইপিএলে এখনও একটিও ম্যাচ জিততে পারেনি।
শেষ বলে এক হাড্ডাহাড্ডি ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। পঞ্চম উইকেটে ৩০ রানের পার্টনারশিপে পল্টনদের জয় সুনিশ্চিত করলেন গ্রিন-ডেভিড।
ওভারের প্রথম চার বলে ১৬ রান দেওয়ার পরে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসল দিল্লি, সৌজন্যে মুকেশ কুমার। পরপর বলে তিনি তিলক বর্মা ও সূর্যকুমার যাদবকে সাজঘরে ফেরালেন। ১৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৩৯/৩।
পাঁচ ওভারে মুম্বইয়ের জয়ের জন্য আরও ৫০ রানের প্রয়োজন। এই মুহূর্তে একটা ভাল ওভার কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপাতত রোহিত ৬১ ও তিলক ২৫ রানে ব্যাট করছেন। শেষ ৩ ওভারে দিল্লি মাত্র ১১ রান দিয়ে লড়াইয়ে ফিরে এসেছে।
মাত্র ২৯ বলে অর্ধশতরান পূরণ করলেন রোহিত শর্মা। জয়ের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের জয়ের জন্য ৪৮ বলে আর ৬১ রানের প্রয়োজন।
দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার। তবে দুর্ভাগ্যবশত রান আউটে সেই পার্টনারশিপ ভাঙল। দলগত ৭১ রানে আউট হলেন ইশান কিষাণ। তাঁর সংগ্রহ ৩১।
মাত্র পাঁচ ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৫৯ রান। রোহিত ৩০ ও ইশান কিষাণ ২৮ রান ব্যাট করছেন।
শেষ ওভারে আনরিখ নোখিয়া একটি চার মারলেও, ইনিংসের দুই বল বাকি থাকতেই ১৭২ রানে অল আউট হয়ে গেল দিল্লি ক্যাপিটালস। পীযূষ চাওলা ও জেসন বেরেনডর্ফ তিনটি করে উইকেট নিলেন।
স্বাভাবিক ছন্দে না দেখালেও ওয়ার্নারের এক লড়াকু অর্ধশতরানের ইনিংস সমাপ্ত হল। ৪৭ বলে ৫১ রান করেন ক্যাপিটালস অধিনায়ক। একই ওভারে তিন তিনটি উইকেট নিলেন বেরেনডর্ফ। এর পাশাপাশি এই ওভারেই কুলদীপ যাদব রান আউটও হন। ১৯ ওভার শেষে দিল্লির স্কোর ১৬৬/৯। ১৯তম ওভারে মাত্র এক রানে চার উইকেট হারাল দিল্লি।
২৫ বলে অক্ষর পটেলের দুরন্ত ৫৪ রানের ইনিংস শেষ হল। জেসন বেরেনডর্ফের বলে ছক্কা মারতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ দেন অক্ষর। ১৬৫ রানে ষষ্ঠ উইকেট হারাল দিল্লি।
দুরন্ত ছন্দে ব্যাট করছেন অক্ষর পটেল। মাত্র ১৯ বলেই ৪২ রান করে ফেলেছেন তিনি। ওয়ার্নারও নিজের অর্ধশতরন পূরণ করেছেন। ১৭তম ওভারে ১৫০ রানের গণ্ডিও পার করে ফেলল দিল্লি। ক্যাপিটালসের বর্তমান স্কোর ১৫১/৫।
১৩তম ওভারে পাঁচ উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পার করল দিল্লি ক্যাপিটালস। অবশ্য নিজের স্বাভাবিক ছন্দে আগ্রাসীভাবে ব্যাট না করলেও, এখনও ক্রিজে টিকে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি বর্তমানে ৪৬ রানে ব্যাট করছেন। দিল্লির বর্তমান স্কোর ১০৩/৫। এই ওভারে পীযূষ চাওলার বলে ২ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ললিত যাদব।
পৃথ্বীর হতাশাজনক আইপিএল অব্যাহত। শুরুটা ভাল করেও ঋত্বিক শকিন বলে ১৫ রানে সাজঘরে ফিরলেন তিনি। ৩৩ রানে প্রথম উইকেট হারাল দিল্লি।
দুই দিল্লি ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার ইনিংসের শুরুটা বেশ ভালই করেছেন। ২ ওভার শেষে দিল্লির স্কোর ১৯/০। ওয়ার্নার ৮ ও শ ১০ রানে ব্যাট করছেন।
আইপিএলে অভিষেক ঘটাচ্ছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী অধিনায়ক যশ ধূল। দিল্লির একাদশে তাঁর পাশাপাশি মুস্তাফিজুর রহমানও খেলছেন। বাদ পড়লেন রুসো ও খলিল আমেদ। মুম্বইয়ের একাদশ থেকে বাদ পড়লেন ট্রিস্টান স্টাবস, সুযোগ পেলেন রাইলি মেরিডিথ। অবশ্য জোফ্রা আর্চার এখনও ফিট নন।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: আজ কোটলায় আইপিএলের (IPL 2023) পয়েন্ট টেবিলের শেষ দুই দলের লড়াই। এখনও পর্যন্ত এবারের টুর্নামেন্টে জয়ের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স (Delhi Capitals vs Mumbai Indians)। আজ ২ দলই পরস্পর মুখোমুখি হতে চলেছে। আজকে খেলার পর যে কোনও একটি দল হারের হ্যাটট্রিক করবে। অন্যদিকে একটি দল প্রথমবার টুর্নামেন্টে জয়ের মুখ দেখবে। এখনও পর্যন্ত মোট ৩২ বারের সাক্ষাতে ১৭ ম্যাচ মুম্বই জিতেছে। ১৫ ম্যাচ দিল্লি জিতেছে।
দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে বড় কাঁটা ওপেনিং জুটি। তিন ম্যাচে দু'টি হাফসেঞ্চুরি করলেও, ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট মাত্র ১১৭.০৩। অন্য দিকে, ৩ ম্যাচে মাত্র ১৭ বল ক্রিজে ছিলেন পৃথ্বী শ। তিনি ছন্দে থাকলে অধিনায়ক ওয়ার্নারের মন্থর ব্যাটিং ঢেকে দিতে পারতেন। কিন্তু পৃথ্বীও বর্ণহীন। মুম্বইয়ের সবচেয়ে বড় কাঁটা বোলিং। যশপ্রীত বুমরা না থাকায় রোহিত শর্মারা খুব বেশি পরিমাণে নির্ভর করেছিলেন জোফ্রা আর্চারের ওপর। কিন্তু আর্চারও ফিট নন। ডান কনুইয়ে ব্যথা থাকায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে খেলতে পারেননি। তাঁকে ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণ অভিজ্ঞতার অভাবে ভুগছে।
আগের ম্যাচে হারের পর দিল্লির কোচ রিকি পন্টিং বলেছিলেন, 'আত্মসত্তাকে খুঁজতে হবে।' অন্যদিকে মুম্বই ক্যাপ্টেন রোহিত বলেছেন, 'এবার সিনিয়রদের দায়িত্ব নিতে হবে। আমিও তার মধ্যে পড়ি।' জোফ্রা আর্চার কি মঙ্গলবারের ম্যাচে খেলবেন? আনুষ্ঠানিকভাবে তাঁর ফিটনেস আপডেট জানানো হয়নি। তবে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন কারণ, আর্চারের চোট ডান কনুইয়ে। সাম্প্রতিক অতীতে যে চোট তাঁকে এতটাই ভুগিয়েছিল যে, দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। হয়তো আর্চারকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইবে না মুম্বই ইন্ডিয়ান্স।
চোট সমস্যা তাড়া করছে দিল্লি শিবিরকেও। খলিল আমেদের চোট রয়েছে। পাশাপাশি বিয়ের জন্য দেশে ফিরে যাওয়ায় দিল্লি পাবে না মিচেল মার্শকে। দিল্লির আগের ম্যাচেও ছিলেন না মার্শ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -