আবু ধাবি: আজ চলতি আইপিএল-এর ১১-তম ম্যাচে লিগ টেবলে সবার নীচে থাকা সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে সবার উপরে থাকা দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএল-এর একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত জয় পায়নি হায়দরাবাদ। দু’টি ম্যাচই হেরে গিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। অন্যদিকে, দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে দিল্লি। আজকের ম্যাচও জিতে শীর্ষে অবস্থান মজবুত করাই শ্রেয়স আয়ারদের লক্ষ্য। অন্যদিকে, ঘুরে দাঁড়ানোই হায়দরাবাদের লক্ষ্য।


দিল্লির ব্যাটিং ও বোলিং বিভাগে ভারসাম্য আছে। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও ছন্দে আছেন। পৃথ্বী শ, শিখর ধবন, ঋষভ পন্থ, শ্রেয়সরা ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে ৪৩ বলে ৬৪ রান করেন পৃথ্বী। বোলারদের মধ্যে ভাল পারফরম্যান্স দেখান কাগিসো রাবাডা, এনরিকে নর্জে, অক্ষর পটেল, অমিত মিশ্র।

অন্যদিকে, হায়দরাবাদের ব্যাটিং বিভাগে সমস্যা আছে। জনি বেয়ারস্টো, ওয়ার্নার ও মণীশ পাণ্ডে ছাড়া এখনও পর্যন্ত আর কোনও ব্যাটসম্যান দলকে ভরসা দিতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে দ্রুত রান তুলতে ব্যর্থ হন ঋদ্ধিমান সাহা। প্রথম দু’টি ম্যাচে দেখা গিয়েছে, ওয়ার্নার ও বেয়ারস্টো যদি শুরুটা ভাল না করতে পারেন, তাহলে দল সমস্যায় পড়ছে। ব্যাটিংয়ের তুলনায় হায়দরাবাদের বোলিং বিভাগে সমস্যা কম। ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, রশিদ খান, মহম্মদ নবিরা আছেন। কিন্তু তাঁদের আরও ভাল পারফরম্যান্স দেখাতে হবে।