মুম্বই:বলিউডে মাদক যোগ নিয়ে তদন্তে নারকোটিকস ক্রাইম ব্যুরো (এনসিবি) দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খান ও রকুলপ্রীত সিংহর মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পর সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। এই মোবাইলগুলি থেকে পুরানো তথ্য বের করা হবে। ওই অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদের পর তাঁদের ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়। ফোনগুলির কোনও ডেটা ডিলিট করা হলে ফরেনসিক পরীক্ষায় তা রিট্রিভ করা হবে।
মাদক সংক্রান্ত কোনও কথাবার্তা দীপিকার ফোনের মাধ্যমে করা হয়েছিল কিনা, তা জানতে পুরানো ডেটা খতিয়ে দেখবে এনসিবি। এভাবে সারা, শ্রদ্ধা ও রকুলের ফোন থেকেও পুরানো তথ্য খতিয়ে দেখা হবে। রিয়া চক্রবর্তী ও জয়া সাহাকে জিজ্ঞাসাবাদে যখন ওই অভিনেত্রীদের নাম উঠে আসে, তখন তাঁরা তাঁদের ফোনের পুরানো ডেটা ডিলিট করে দিয়েছিলেন কিনা, তা যাচাই করে দেখতে চায় এনসিবি।
ডেটা রিকভারিতে সন্দেহজনক কিছু পাওয়া গেলে ওই অভিনেত্রীদের বিরুদ্ধে তদন্তের জাল আরও গুটিয়ে আনবে এনসিবি। ওই চার অভিনেত্রীদের সবাই জিজ্ঞাসাবাদে একই ধরনের বয়ান দেওয়ার ঘটনায় এনসিবি সন্দিহান। তাঁদের জিজ্ঞাসাবাদে এনসিবি সন্তুষ্ট নয় বলেও জানা গিয়েছে। প্রয়োজনে তাঁদের ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে।


জানা গেছে দীপিকা, সারা, শ্রদ্ধা ও রকুলদের আর্থিক খতিয়ানও খতিয়ে দেখবে এনসিবি। ওই তারকাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিতও খতিয়ে দেখবে তদন্তকারী সংস্থা।
এনসিবি ইতিমধ্যেই তাঁদের গত তিন বছরের ক্রেডিট কার্ড পেমেন্ট যাচাই করে দেখছে। মাদক সংক্রান্ত যোগ রয়েছে, এমন কোনও ক্ষেত্রে কোনও পেমেন্ট করা হয়েছে কিনা, সে ব্যাপারে খোঁজখবর করতেই ক্রেডিট কার্ড পেমেন্টে নজর তদন্তকারীদের।