DC-W vs MI-W Final LIVE: ন্যাটের ব্যাটে খেতাব জয় মুম্বইয়ের, ৭ উইকেটে দিল্লিকে হারালেন হরমনপ্রীতরা

DC-W vs MI-W Final WPL 2023 LIVE: এই দুই দলের টুর্নামেন্টের প্রথমবার সাক্ষাতে জয় পেয়েছিল মুম্বই, তবে দ্বিতীয় সাক্ষাতে মুম্বইকে হারায় দিল্লি।

ABP Ananda Last Updated: 26 Mar 2023 10:49 PM

প্রেক্ষাপট

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে আজ দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে নামতে চলেছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি। রান তাড়া করতে নেমে ১১...More

DC-W vs MI-W Final LIVE Updates: প্রথম ডব্লিউপিএল খেতাব মুম্বইয়ের

চাপের মুখে ন্যাট সিভার-ব্রান্টের অনবদ্য ইনিংসে খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ান্স। ৬০ রানে অপরাজিত থাকেন ন্যাট। শেষমেশ শিখা পাণ্ডেদের লড়াই জলেই গেল। তিন বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতল মুম্বই।