DC-W vs UPW-W Live: জলে গেল থালিয়ার লড়াকু ৯০ রানের ইনিংস, ৪২ রানে ইউপিকে হারাল দিল্লি

DC-W vs UPW-W, WPL 2023 LIVE Score: দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়ার্স, উভয় দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে।

ABP Ananda Last Updated: 07 Mar 2023 11:26 PM

প্রেক্ষাপট

মুম্বই: উইমেন্স প্রিমিয়র লিগে (Womens Premier Leauge) আজ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলতে নামবে ইউপি ওয়ারিয়র্স (UP Warriors)। নিজেদের প্রথম ম্য়াচে দিল্লি ক্য়াপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালােরের (Royal Challengers Bangalore)...More

DC-W vs UPW-W Live Score: জলে গেল থালিয়ার লড়াই

থালিয়ার অপরাজিত ৯০ রানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও শেষমেশ ৪২ রানে পরাজিতই হতে হল ইউপিকে। ব্যাটে দারুণ ইনিংসের পর বল হাতেও তিন উইকেট নিয়ে দিল্লিকে জেতালেন জোনাসেন।