DC-W vs UPW-W Live: জলে গেল থালিয়ার লড়াকু ৯০ রানের ইনিংস, ৪২ রানে ইউপিকে হারাল দিল্লি
DC-W vs UPW-W, WPL 2023 LIVE Score: দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়ার্স, উভয় দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে।
থালিয়ার অপরাজিত ৯০ রানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও শেষমেশ ৪২ রানে পরাজিতই হতে হল ইউপিকে। ব্যাটে দারুণ ইনিংসের পর বল হাতেও তিন উইকেট নিয়ে দিল্লিকে জেতালেন জোনাসেন।
চতুর্থ উইকেটে দীপ্তি শর্মা ও থালিয়া ম্যাকগ্রার ৪০ রানের পার্টনারশিপ ভাঙলেন শবনিম ইসমাইল। ১২ রানে সাজঘরে ফিরলেন দীপ্তি। ১১ ওভার শেষে ইউপির স্কোর ৭২/৪। জয়ের ইউপিকে ৯ ওভারে আরও ১৪০ রান তুলতে হবে।
ব্যাট হাতে ইউপির হয়ে অ্যালিসা হিলি শুরুটা ভালই করেছিলেন। ৩.২ ওভারে ২৯ রান তুলেও ফেলেছিল ইউপি। তবে তারপরেই ছন্দপতন। চতুর্থ ওভারেই জোনাসেন হিলিকে ২৪ ও গত ম্যাচে অর্ধশতরান করা কিরণ নবগিরেকে ২ রানে ফেরান। পঞ্চম ওভারে কাপের বলে ১ রানে আউট হন শ্বেতা শেরাওয়াত। ৫ ওভার শেষে ইউপির স্কোর ৩১/৩।
নাগাড়ে দ্বিতীয় ম্যাচে ২০০ রানের গণ্ডি পার করল দিল্লি। জেমাইমা ও জেস জোনাসেন পঞ্চম উইকেটে ৬৭ রান যোগ করেন। জেমাইমা ৩৪ ও জেস জোনাসেন ৪২ রান করেছেন। নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লি স্কোর ২১১/৪।
দ্বিতীয় ম্যাচেও আবার ব্যাট হাতে প্রথম ইনিংসে ২০০ রানের দিকে অগ্রসর হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ১৬ ওভারে ১৫০ রানের গণ্ডি পার করল ক্যাপিটালস। দিল্লির বর্তমান স্কোর ১৫৩/৪।
১১তম ওভারে শতরানের গণ্ডি পার করল দিল্লি ক্যাপিটালস। ৬৪ রানে ব্যাটিং করছেন অধিনায়ক মেগ ল্যানিং। অবশ্য এই ওভারেই সোফি একেলস্টোনের বলে মারিজানে কাপ ১৬ রানে আউট হন। ১১ ওভার শেষে দিল্লির স্কোর ১০৬/২।
শেফালি ১৭ রানে আউট হলেও, আরেক ওপেনার মেগ ল্যানিং দুরন্ত অর্ধশতরান হাঁকালেন। ৩২ বলে অর্ধশতরান পূরণ করলেন তিনি। ৯ ওভার শেষে দিল্লির স্কোর ৮৭/১।
দিল্লির হয়ে ফের একবার দুই ওপেনার মেগ ল্যানিং ও শেফালি ভার্মা শুরুটা ভাল করেছেন। ৪ ওভার শেষে দিল্লির স্কোর ২৯/০। ল্যানিং ১৬ ও শেফালি ১১ রানে ব্যাট করছেন।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ইউপি ওয়ারিয়ার্স অধিনায়ক অ্যালিসা হিলির। গত ম্যাচের সেরা খেলোয়াড় গ্রেস হ্যারিসকেই দল থেকে বাদ দিয়ে দিল ইউপি। তাঁর বদলে সুযোগ পেলন শবনিম ইসমাইল।
প্রেক্ষাপট
মুম্বই: উইমেন্স প্রিমিয়র লিগে (Womens Premier Leauge) আজ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলতে নামবে ইউপি ওয়ারিয়র্স (UP Warriors)। নিজেদের প্রথম ম্য়াচে দিল্লি ক্য়াপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালােরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে খেলতে নামবে। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals)। দিল্লির ক্যাপ্টেন শেফালি ভার্মার (Sefali Verma) সঙ্গে অভিজ্ঞ মেগ ল্যানিং দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলে দিল্লির জয়ের ভিত গড়ে দিয়েছিলেন আগের ম্যাচে।
এদিকে, ডব্লিউপিএলে (WPL 2023) দাপটের সঙ্গে নাগাড়ে দ্বিতীয় ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসকে ১৪৩ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার ১৫৫ রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) নয় উইকেটে হারাল মুম্বই। এদিন বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও অপরাজিত ৭৭ রানের ইনিংস খেললেন হেইলি ম্যাথিউজ (Hayley Matthews)।
শুরু থেকেই দাপট
১৫৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মুুম্বই ওপেনাররা আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। ইয়াস্তিকা ও হেইলি ওপেনিংয়েই ৪৫ রান যোগ করেন। তবে প্রীতি বোসের বলে পঞ্চম ওভারে ২৩ রানে সাজঘরে ফেরেন ইয়াস্তিকা। অবশ্য ইয়াস্তিকা আউট হলেও, হেইলি কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। তাঁকে যোগ্য সঙ্গ দেন ন্যাট স্কিভার-ব্রান্ট। দ্বিতীয় উইকেটে ১১৪ রান যোগ করেন ন্যাট ও হেইলি। এই দুই তারকার পার্টনারশিপে ভর করেই ম্যাচ জিতে নেয় মুম্বই।
ন্যাট ব্যাটে নামার পর তো মুম্বইয়ের রান রেট আরও বেড়ে যায়। আরসিবির বোলারার ম্যাচে বিন্দুমাত্র প্রভাব ফেলতে ব্যর্থ হয়। মাত্র ২৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেন ন্যাট। হেইলির ৭৭ রান আসে ৩৮ বলে। এই জয়ের সুবাদে লিগ তালিকার শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের দখল আরও মজবুত করল। অপরদিকে, দুই ম্যাচের দুইটিতেই পরাজিত হয়ে লিগ তালিকায় আপাতত চার নম্বরে রয়েছে স্মৃতি মান্ধানার আরসিবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -