করাচি: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের পরেই পাকিস্তানের সংবাদমাধ্যমে ক্রিকেটারদের সমালোচনা শুরু হয়ে গিয়েছে। দল নিয়ে কাটাছেঁড়াও চলছে। একাধিক সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তান দলের মধ্যে একাধিক উপদল তৈরি হয়েছে। অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কও ভাল নয় বলে দাবি পাক সংবাদমাধ্যমের।

আজ পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, গতকাল আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পরেই মেজাজ হারান সরফরাজ। তিনি অভিযোগ করেন, ইমাদ ওয়াসিম, ইমাম উল হকের মতো খেলোয়াড়রা তাঁর বিরুদ্ধে দল তৈরি করেছেন এবং তাঁকে সাহায্য করছেন না। অন্য একটি সংবাদমাধ্যমে আবার দাবি করা হয়েছে, সরফরাজকে ডোবানোর জন্য মহম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের নেতৃত্বে দু’টি আলাদা গোষ্ঠী তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের হারের পর এক বিখ্যাত অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে দাবি করেন, সরফরাজের বিরুদ্ধে গোষ্ঠী তৈরি করেছেন শোয়েব মালিক, ইমাদ, ইমাম, বাবর আজমরা। এর ফলেই পাকিস্তান দলে সমস্যা তৈরি হয়েছে।

এ বিষয়ে প্রশ্নের জবাবে পাকিস্তানের দুই ক্রিকেটার দাবি করেছেন, দলে কোনও সমস্যা নেই। যদিও তাঁরা স্বীকার করেছেন, সরফরাজ আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং কয়েকজন ক্রিকেটারের উপর চোটপাট করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেছেন, ‘হতাশা থেকেই মেজাজ হারান সরফরাজ। তিনি কোনও খেলোয়াড়কে দোষ দেননি বা দলে গ্রুপবাজির কথা বলেননি। তিনি শুধু বলেন, খেলোয়াড়দের আরও ভাল খেলতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পরেও আমরা একে অপরকে উৎসাহ দেওয়ার জন্য টিম মিটিং করি। কিন্তু আমরা ভাল খেলতে না পারলেই পাকিস্তানের সংবাদমাধ্যমে ড্রেসিংরুমে সমস্যা সংক্রান্ত খবর প্রকাশিত হয়।’