নয়াদিল্লি: ছেলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে শতরান হাঁকিয়ে দেশকে ফাইনালে তুলেছেন। শুধু ব্যাটিংয়ে সাফল্য নয়। গুরুদায়িত্ব আরও বেশি, কারণ সে দলের অধিনায়কও। তবে যশ ধূলের বাবা আশাবাদী যে বিশ্বকাপ ভারতই জিতবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছেলে দুরন্ত শতরান হাঁকিয়েছেন। এছাড়া দলও দারুণ খেলেছে। ৯৬ রানের বিশাল ব্য়বধানে হারিয়ে দিয়েছে অজিদের। এবার সামনে ইংল্যান্ড। কিন্তু যশের বাবা বিজয় ধূল বলছেন, ''অবশ্যই ভারতই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতবে। অন্যান্য দলগুলোও দারুণ পারফর্ম করছে। প্রত্যেকেই লক্ষ্য যে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। কিন্তু আমি আশাবাদী যে ভারতই এবার যুব বিশ্বকাপ জিতবে।''
যশের ক্যাপ্টেন্সিতেও মুগ্ধ তাঁর বাবা। বিজয় ধূল মনে করেন যে মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ ও পৃথ্বী শর পর তাঁর ছেলেও যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক হতে পারবেন। যশের বাবা বলছেন, ''ওর মাথা প্রথম থেকেই ভীষণ শার্প। ভীষণ সিরিয়াস ও। কােন ব্য়াটারের বিরুদ্ধে কোন বোলারকে ব্যবহার করা উচিত, তা খুব ভালমতোই জানে। একবার আমি ওকে প্রশ্ন করেছিলাম যে কীভাবে এটা করতে পারে ও। তখন যশ আমাকে বলেছিল যে প্রতিটা ব্য়াটারকে ওঁ নিঁখুতভাবে পর্যবেক্ষণ করে। কোন ব্য়াটারের কোনটা দুর্বলতা সব ও দেখার ও বোঝার চেষ্টা করে। সেই মতোই দলের বোলারদের ব্য়বহার করে যশ।''
গতকাল, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক যশ ধূল। ওপেনিংয়ে নেমেছিলেন আংক্রিশ রাঘুবংশী ও হরনূর সিংহ। কিন্তু কেউই বেশি রান করতে পারেননি। প্রথমজন ৬ রান করেন। দ্বিতীয় জন ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৬ রানে প্রথম উইকেটের পতন হয় ভারতের। ৩৭ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। এরপরই পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক যশ ধূল ও সহ অধিনায়ক শাইক রশিদ। ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১১০ রান করেন তিনি। ১০৮ বলে ৯৪ রান করেন শাইক রশিদ। এরপর লোয়ার অর্ডারে নিশান্ত সিন্ধু ও দীনেশ বানা মিলে দলের স্কোর ২৯০ এ পৌঁছে দেন।
জবাবে, ভারতীয় বােলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারল না অজি ব্য়াটাররা। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৯৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন ভিকি ওস্টওয়াল। ২ টো করে উইকেট নেন রবি কুমার ও নিশান্ত সিন্ধু। ১টি করে উইকেট নেন আংক্রিশ রঘুবংশী ও কৌশল তাম্বে।