গতকাল রাতেই ট্যুইট করে দূষণ নিয়ে দিল্লির আম আদমি পার্টি সরকারকে কটাক্ষ করেন গৌতম গম্ভীর। এই ক্রিকেটারের ট্যুইটের পরেই আজ রঞ্জি ম্যাচে সিদ্ধেশের মাস্ক পরে ব্যাট করতে নামা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দূষণের কথা মাথায় রেখে দিল্লি, রেলওয়েজ ও সার্ভিসেস হোম ম্যাচগুলি রাজধানী শহরের বাইরে খেলার সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে দূষণের মাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে দিল্লি-এনসিআর অঞ্চল থেকে রঞ্জি ম্যাচ সরানো নিয়ে বিসিসিআই-এর উপর চাপ বাড়ছে।