নয়াদিল্লি: ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে প্রায় ১৫০০ পাতার চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন ৭ জন কুস্তিগীর। চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ডি, ৩৪৫এ ধারায় ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। তবে পকসো আইনে মামলা খারিজ করা হয়েছে। যার জন্য ৫৫২ পাতার রিপোর্টও পেশ করেছে দিল্লি পুলিশ। সংবাদ সংস্থাকে দিল্লি পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''পকসো বিষয়ে তদন্ত শেষ হওয়ার পর আমরা অভিযোগকারীর বিবৃতি নিয়েছিলাম। সেই বিবৃতি অনুযায়ী মামলা বাতিলের অনুরোধ করা হয়েছে। তার জন্য় ১৭৩ সি আর পি সি ধারার অধীনে একটি পুলিশ রিপোর্টও জমা দেওয়া হয়েছে।


উল্লেখ্য়, ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করা সাত মহিলাদের মধ্যে এক নাবালিকা যৌন হেনস্থা ও স্টকিংয়ের অভিযোগ এনেছিলেন। এর দৌলতেই পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছিল। কিন্তু দিন দশেক আগেই শোনা যাচ্ছিল সেই নাবালিকা নিজের বয়ান বদলে ফেলেছেন। তারপর ব্রিজভূষণের ওপর থেকে পকসো আইনে রুজু করা মামলা তুলে নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছিল। এবার সেই সম্ভাবনাই সত্যি হল। দিল্লি পুলিশ (Delhi Poilce) পকসো আইনের অধীনে ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা দায়ের করার মতো কোনও প্রমাণ পায়নি বলেই জানায়। পিটিআই সূত্র অনুযায়ী পটিয়ালা কোর্টে সেই কারণেই পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে দায়ের করা মামলা বাতিল করার পরামর্শ দিয়েছে। 


উল্লেখ্য, কুস্তিগীরদের অভিযোগের নিরিখে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ট্যুইট করে জানিয়েছিলেন, প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার। তারপর গত বুধবারই তাঁর সঙ্গে দেখা করেন বজরং পুনিয়া (Bajrang Punia), সাক্ষী মালিক (Sakshi Malik)-সহ দেশের প্রথম সারির কুস্তিগীররা। ক্রীড়ামন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি জানান তাঁরা।


বৈঠক সেরে বেরিয়ে সংবাদসংস্থা পিটিআইকে সাক্ষী বলেছিলেন, 'তদন্ত শেষ করার জন্য ১৫ জুন পর্যন্ত সময় চেয়েছে সরকার। আমাদের প্রতিবাদ এখনও শেষ হয়ে যায়নি।'


কয়েকদিন আগে দেশের প্রথম সারির কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার সমস্যার সমাধান করতে উদ্যোগী হলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে আলোচনার জন্য ট্যুইট করে খোলা আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।