নয়াদিল্লি: বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরুর আগেই বড় ধাক্কা টিম ইন্ডিয়ার (Team India ) । ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন (Dengue Positive Shubman Gill)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বিশ্বকাপের অভিযান শুরুর ম্যাচে আদৌ তিনি খেলতে নামবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। শুক্রবার একাধিক পরীক্ষার পরই জানা যাবে তারকা ওপেনার খেলতে পারবেন কি না, এনিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ডেঙ্গির ধকল কাটিয়ে সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়ে কবে ফের মাঠে নামতে পারবেন শুভমান, তা নিয়েও বিশ্বকাপের প্রাক্কালে তৈরি হয়েছে আশঙ্কা।


ডেঙ্গি সংক্রান্ত পরীক্ষা শুভমনের


রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। এহেন পরিস্থিতিতে এই ম্যাচের আগে তারকা ব্যাটার শুভমন গিল ছাড়াই মাঠে নামতে হতে পারে ভারতীয় দল। জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার বৃহস্পতিবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) ভারতের নেট সেশনেও অংশ নেননি। এরপর ডেঙ্গি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা ও তাঁর চিকিৎসা চলছে। বিসিসিআই-র ঘনিষ্ঠ সূত্রে খবর, টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট শুভমন গিলের শারীরিক অবস্থার উপর টানা নজর রাখছে। 


ক্ষতির মুখে পড়বে ভারতীয় দল


শুভমন গিল যদি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামতে না পারেন, তাহলে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে, তার পরিবর্তে ম্যাচ ওপেন করতে কে নামবেন। সেক্ষেত্রে ইশান কিষাণকে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে দেখা যেতে ওপেন করতে দেখে যেতে পারে, গুঞ্জন ওয়াকিবহল মহলে। পাশাপাশি আরও এক দক্ষ খেলোয়াড় কে এল রাহুলও ওপেনিংয়ের ক্ষেত্রে সম্ভাবনায় রয়েছেন।  এশিয়া কাপে প্রত্যাবর্তনের পর তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন রাহুল। তবে শুভমন গিল এই ম্যাচে শেষ অবধি সত্যিই খেলতে নামতে না পারলে, বড়সড় ক্ষতির মুখে পড়বে ভারতীয় দল। বিশেষ করে যেরকম স্বপ্নের ছন্দে রয়েছে শুভমন।


চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজ সফর বাদ গেলে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তিনি খুব ভাল রান তুলেছিলেন। ২০২৩ মরশুমে ৮৯০ রান দিয়ে সর্বোচ্চ রান তুলেছিলেন। সাম্প্রতিক এশিয়া কাপেও ৩০২ রান তুলেছিলেন।  


আরও পড়ুন, এশিয়ান গেমসে রেকর্ড পদকজয় ভারতীয় অ্যাথলিটদের, প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা জানালেন পিটি ঊষা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial