হরিয়ানা: ওয়ানডে বিশ্বকাপের (ODI World Cup 223) পর থেকেই  ২২ গজ থেকে অনেক দূরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু এঁদেরকে নিয়ে প্রশ্নের অন্ত নেই। বিশ্বকাপ ফাইনালে হারের  মাত্র ৬ মাস থেকে ৭ মাসের ব্যবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) খেলতে নামবে ভারতীয় দল।  কিন্তু প্রশ্ন, ভারতীয় ক্রিকেটের এই দুই অভিজ্ঞ তারকাদের সেই টুর্নামেন্টে দেখতে পাওয়া যাবে কিনা।  এবার সেই সুতো মুখ খুললেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব (Kapil Dev)।  বাইরের কারও হস্তক্ষেপের দরকার নেই এই বিষয় এমনটাই মনে করেন কিংবদন্তি প্রাক্তন অলরাউন্ডার।  


এক সাক্ষাৎকারের কপিল দেব বলছেন যে, "আমার মনে হয় না বাইরের কোনও ব্যক্তির এই বিষয়ে হস্তক্ষেপ করার প্রয়োজন আছে। নির্বাচকরা ভালো বুঝবেন বিরাট, রোহিতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে রাখা যায় কিনা।  এছাড়াও এই বিষয়টাই দুই ক্রিকেটারের উপরও ছেড়ে দেওয়া উচিৎ। তারা কি চাইছেন, সে বিষয়ে তাদের মন্তব্য শোনা উচিৎ।"


উল্লেখ্য, শেষবার ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে কুড়ির ফর্ম্যাটে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।  এরপর গত এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও  আইপিএলে অবশ্য খেলেছেন এই দুই অভিজ্ঞ তারকা।  গত আইপিএলের ১৬ ম্যাচে ৩৩২ রান করেছেন রোহিত শর্মা। গড় ছিল ২০-র ওপরে।  অন্যদিকে আরসিবির জার্সিতে ১৪ ম্যাচে ৬৩৯ রান করেছেন বিরাট কোহলি। গড় ৫০-এর ওপর। 


এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও বিবৃতি না এলেও শোনা যাচ্ছে যে রোহিত নাকি বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে টি ২০-তে জাতীয় দলের হয়ে আর খেলবেন না। তবে প্রাক্তন পাক অধিনাতক ও কিংবদন্তি পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম মনে করেন যে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলা টি ২০ বিশ্বকাপে রোহিত, বিরাট ২ জনেরই খেলা উচিৎ। এক টিভি সাক্ষাৎকারে প্রাক্তন পাক অধিনায়ক জানান যে, "টি-টোয়েন্টি বিশ্বকাপ আর মাত্র ৬ মাস বাকি রয়েছে।  আমি হলে নিশ্চিন্তে এই দুজনকে ভারতীয় দলের রাখতাম তার কারণ একটা দলে অভিজ্ঞতা ও তারুণ্য  দুটোই দরকার।  ওরা ভারতীয় ক্রিকেটের স্টলওয়ার্ড প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন।  বিশ্বকাপের মতো মঞ্চে গোটা তরুণ ব্রিগেট নিয়ে কখনোই নামা উচিত নয় অভিজ্ঞতা ও সেখানে দরকার।"