নয়াদিল্লি: শনিবার, ২৩ জুলাই ৩২ বছর পূর্ণ করলেন ভারতীয় দলের তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসলেন তিনি। বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধবন, সকলেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন হরিয়ানার লেগস্পিনারকে। তবে সেরা বার্তাটা সম্ভবত দিয়েছেন চাহালের স্ত্রী ধনশ্রী।
সোশ্যাল মিডিয়ায় চাহালের সঙ্গে ছবি পোস্ট করে ধনশ্রী লিখেছেন, 'জীবন শুধুমাত্র একটা সফর, কিন্তু কী সুন্দর। তুমি একজন ভাল মানুষ। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। শুভ জন্মদিন। আমি তোমার সবচেয়ে বড় ভক্ত'।
টেস্ট ক্রিকেট খেলেননি। কিন্তু সীমিত ওভারের ফর্ম্যাটে তাঁকে বিশ্বের অন্যতম সেরা স্পিনার মনে করা হয়। তাঁর ঝুলিতে রয়েছে এমন কিছু রেকর্ড, যা বিশ্বে আর কোনও বোলারেরই নেই। রয়েছে একমাত্র ভারতীয় বোলার হিসাবে কিছু কীর্তিও। প্রথম ভারতীয় বোলার হিসাবে পরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচে ৪টি করে উইকেট পাওয়ার নজির রয়েছে হরিয়ানার স্পিনার যুজবেন্দ্র চাহালের। শ্রীলঙ্কার বিরুদ্ধে যে নজির গড়েছিলেন তিনি।
ঐতিহাসিক লর্ডসে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং ফিগার তাঁরই। সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে তিনি ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন। চাহাল ভেঙে দিয়েছেন মোহিন্দর অমরনাথের নজির। ১৯৮৩ বিশ্বকাপে অমরনাথের ৩-১২-ই এতদিন পর্যন্ত ছিল লর্ডসে ওয়ান ডে-তে সেরা বোলিং ফিগার।
আইপিএলে চাহাল এখন খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোরের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার তিনি। নিয়েছেন ১৩৯টি উইকেট। চাহালের আগে আরসিবির হয়ে কেউই আইপিএলে একশো উইকেট নিতে পারেননি। গত আইপিএলে কেকেআরের বিরুদ্ধে তিনি হ্যাটট্রিক করেছিলেন। সঙ্গে নিয়েছিলেন মোট ৫ উইকেট। আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র স্পিনার যাঁর একটি ম্যাচে হ্যাটট্রিক ও পাঁচ উইকেটও রয়েছে।
আইপিএলের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজিরও রয়েছে চাহালের। তবে তিনি একা নন। অমিত মিশ্র ও চাহাল যুগ্মভাবে এই রেকর্ডের অধিকারী।