জুরিখ: আসন্ন কাতার বিশ্বকাপের দামামা এর মধ্যেই বেজেই গিয়েছে। ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ। কিন্তু আসন্ন বিশ্বকাপে নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। এতদিন খেলার ৯০ মিনিটে মোট একটি গল তিনটি পরিবর্তন করতে পারত। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচ জন প্লেয়ারকে পরিবর্তন করতে পারবে প্রত্যেক দল। ইউরো ২০২০-এর মতো কাতার বিশ্বকাপে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড নেয়ার সুযোগ দিচ্ছে ফিফা। এর আগে ইউরো কাপে দেখা গিয়েছিল যে প্রথমবার ২৩ জনের নয়, ২৬ জনের সদস্য হওয়া উচিত।
কাতার বিশ্বকাপে নিয়মকানুনে কেমন পরিবর্তন হচ্ছে?
প্রাথমিক তালিকায় ৩৫–এর বদলে ৫৫ জন খেলোয়াড় রাখা যাবে।
চূড়ান্ত তালিকায় খেলোয়াড় কমপক্ষে ২৩ জন থাকবে, আর সর্বোচ্চ যা ২৬ জন হতে পারবে।
চূড়ান্ত তালিকায় থাকা ২৩ থেকে ২৬ জন খেলোয়াড় ক্লাবের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলতে পারবেন ২০২২–এর ১৩ নভেম্বরে।
২৬ জনের বেশি (১৫ বদলি খেলোয়াড় এবং ১১ কর্মকর্তা'দের একজন অবশ্যই দলের চিকিৎসক) ম্যাচ চলার সময় দলের বেঞ্চে বসতে পারবে না।
আগামী ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল। সাধারণত বছরের মাঝামাঝি সময়ে হয় এই প্রতিযোগিতা। কিন্তু কাতারের উষ্ণ আবহাওয়ার কারণে এবার শীতকালে হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্যদিকে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার। ইংল্যান্ডও প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে খেলতে নামবে। একদিনে চারটে করে ম্যাচ হবে। ১২ দিন ধরে গ্রুপ পর্বের ম্যাচ চলবে।
গ্রুপ লিগের ম্যাচের পর রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ শুরু হবে ৩-৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে ৯ ও ১০ ডিসেম্বর। সেমিফাইনাল হবে ১৩, ১৪ ও ১৭ ডিসেম্বর। আগামী ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনাল।
আরও পড়ুন: মরিয়া ঝাঁপে চার রান সেভ, সঞ্জুর ফিল্ডিংয়েই কি জিতল ভারত?