লাঞ্চের আগেই সেঞ্চুরির বিরল কীর্তি, দিকপাল ক্রিকেটারদের সঙ্গে এক আসনে ধবন
বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মধ্যাহ্নভোজের বিরতির আগেই সেঞ্চুরি করলেন ধবন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্ব ক্রিকেটে প্রথম লাঞ্চের আগে সেঞ্চুরির রেকর্ডের মালিক হয়েছিলেন ভিক্টর ট্রাম্পার (১০৩ অপরাজিত) । ১৯০২-এ ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েন তিনি।
১৯৭৬-এ পাকিস্তানের মজিদ খান নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই বিরল কীর্তি গড়েন। লাঞ্চ পর্যন্ত তিনি ১০৮ রানে অপরাজিত ছিলেন।
১৯৩০-এ ডন ব্র্যাডমান ইংল্যান্ডের বিরুদ্ধে লাঞ্চের আগেই সেঞ্চুরি পূর্ণ করেন। লাঞ্চের সময় তিনি অপরাজিত ছিলেন ১০৫ রানে।
এর ২৪ বছর পর ১৯২৬-এ চার্লি ম্যাকার্টনি ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির স্পর্শ করেন।লাঞ্চের সময় ১১২ রানে অপরাজিত ছিলেন।
৩০ ম্যাচে এটি ছিল ধবনের সপ্তম সেঞ্চুরি
প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কোনও টেস্টে মধ্যাহ্নভোজের বিরতির আগেই সেঞ্চুরি করলেন শিখর ধবন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি একটি বিরল নজির। এরফলে ধবন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী ডন ব্র্যাডম্যান সব প্রথিতযশা কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে এক সারিতে উঠে এলেন ভারতীয় দলের 'গব্বর'। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের প্রথম দিন ৯১ বলে ১৯ টি চার ও তিনটি ছক্কার সাহায্যে সেঞ্চুরি করেন তিনি।
প্রথম সেসনে ধবনের আগে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ স্কোর ছিল বীরেন্দ্র সহবাগের। ২০০৬-এ সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহবাগ ৯৯ রান করেছিলেন।
গত বছর অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে লাঞ্চের আগেই সেঞ্চুরি করেন। লাঞ্চ পর্যন্ত তাঁর স্কোর ছিল অপরাজিত ১০০।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -