কলকাতা: চলতি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেও, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির পাশেই দাঁড়াচ্ছেন তারকা স্পিনার ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকার এই লেগস্পিনার বলেছেন, ‘ধোনি একজন অসাধারণ নেতা। ও মানুষ হিসেবেও খুব ভাল। ও সবার কাছেই অনুপ্রেরণা। ও সবসময় সাহায্য করে।’
ভারতের মেট্রোপলিটন শহরগুলির মধ্যে কলকাতাতেই প্রথম ধোনির ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তাহির। তিনি ভবিষ্যতে ধোনির অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাপ্রকাশও করেছেন। এখন কলকাতায় ধোনির অ্যাকডেমির জন্য সাত থেকে ১৯ বছর বয়সি ক্রিকেটারদের বেছে নেওয়া হচ্ছে। মে মাস থেকে সল্টলেকে চালু হবে এই অ্যাকাডেমি। ভবিষ্যতে বসিরহাটেও এই অ্যাকাডেমির শাখা খোলার পরিকল্পনা রয়েছে।
ধোনি সবসময় সাহায্য করে, ওকে দেখে অনুপ্রাণিত হই, বলছেন ইমরান তাহির
Web Desk, ABP Ananda
Updated at:
13 Apr 2019 04:21 PM (IST)
কলকাতায় ধোনির অ্যাকডেমির জন্য সাত থেকে ১৯ বছর বয়সি ক্রিকেটারদের বেছে নেওয়া হচ্ছে। মে মাস থেকে সল্টলেকে চালু হবে এই অ্যাকাডেমি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -