আইপিএল ২০১৮: নিজ নিজ সংস্থাকে দলের স্পনসর হিসেবে অন্তর্ভুক্ত করলেন ধোনি ও কোহলি
আসন্ন প্রতিযোগিতায় আরসিবি-র প্রথম খেলা ৮ এপ্রিল কোলকাতা নাইট রাইডার্সের সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘রন’ নামে সংস্থার মালিক হলেন কোহলি। আর চলতি মরশুমে এই সংস্থা তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পনসরের তালিকায় রয়েছে।
তবে, শুধু ধোনিই নন। এই তালিকায় রয়েছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও।
সম্প্রতি, ‘সেভেন’ নামে নিজস্ব আউটলেট চেন শুরু করেছেন ধোনি। আর আইপিএল-এর একাদশ মরশুমে ধোনির এই সংস্থা তাঁর দল সিএসকে-র স্পনসর হয়েছে।
আসলে, এবছর চেন্নাই সুপারকিংসের স্পনসরের তালিকায় রয়েছে ধোনির সংস্থা।
তবে, আইপিএল শুরুর আগেই খবরের শিরোনামে চলে এসেছেন ধোনি।
আইপিএলে ফিরে আসার সঙ্গে সঙ্গেই ফের একবার অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে মাঠে নামবে সিএসকে।
দুবছরের নিষেধাজ্ঞার পর প্রত্যাবর্তন করছে চেন্নাই সুপারকিংস।
চলতি বছরের প্রতিযোগিতায় প্রথম খেলা হবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপারকিংসের মধ্যে।
আইপিএল ২০১৮ শুরু হতে আর মাত্র পাঁচদিন বাকি। সব দলই নতুন মরশুমের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -