লন্ডন: চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ১০ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন মহেন্দ্র সিংহ ধোনি। ইংল্যান্ডের বিরুদ্ধে গতকাল চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে দশ হাজার রান পূর্ণ করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের পর চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্বের অধিকারী হলেন ধোনি।

১০ হাজার রান পূর্ণ করতে ৩৩ রানের প্রয়োজন ছিল ধোনির। ভারতীয় ইনিংসের ৪৩ তম ওভারে এক রান নিয়ে দশ হাজারি ক্লাবের সদস্য হন তিনি।

একদিনের ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দ্বাদশ স্থানে রয়েছেন ধোনি। শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় অন্তর্ভূক্ত হন। তাঁর মোট রান ১৪,২৩৪। সর্বাধিক রান সংগ্রহকারীদের এই তালিকায় ভারতের সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় স্থানে রয়েছেন সঙ্গাকারা।

এর আগে চতুর্থ উইকেটরক্ষক হিসেবে একদিনের ক্রিকেটে ৩০০ ক্যাচ সম্পূর্ণ করেন ধোনি। এই তালিকায় তাঁর আগে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট (৪১৭), মার্ক বাউচার (৪০৩) এবং সঙ্গাকারা (৪০২)।