রাঁচি: ৪০ টি বসন্ত পার করলেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার জন্মদিনে চারিদিক থেকে শুভেচ্ছায় ভাসলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ১৯৮১ সালের ৭ জুলাই রাঁচিতে জন্মগ্রহণ করেছিলেন ধোনি। ভারত অধিনায়ক হিসেবে ২টো বিশ্বকাপ জয়ের অধিকারী তিনি।


ধোনির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিজের সোশ্যাল মিডিয়ায় ২০১১ সালের বিশ্বকাপ জয়ের একটি ছবি পোস্ট করেছেন বিরাট। সেখানে দেখা যাচ্ছে ধোনিকে জড়িয়ে ধরে আছেন তিনি। এই ছবির সঙ্গে বিরাট লিখেছেন, ‘শুভ জন্মদিন অধিনায়ক।’


বিসিসিআইয়ের তরফে একটি ট্যুইট করে শুভেচ্ছা জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘একজন কিংবদন্তি ও একজন অনুপ্রেরণা। শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি।’


গত বছর ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এমএসডি। সেদিনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তাঁর দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়নাও। ধোনিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বাঁহাতি এই তারকা অলরাউন্ডার বলেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মহেন্দ্র সিং ধোনি। তুমি আমার একাধারে বন্ধু, ভাই ও পথ প্রদর্শক ছিলে। ভগবান সবসময় তোমার মঙ্গল করুক। তুমি সুস্থ থাক, খুব ভাল থাক।’


শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন জাতীয় দলে ধোনির সঙ্গী রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, হার্দিক পান্ডিয়া। অশ্বিন তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মাহি ভাই। খুব ভাল বছর কাটুক তোমার।’ ইশান্ত তাঁর পোস্টে লিখেছেন,  ‘মাহি ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। একজন প্রকৃত বন্ধু। একজন দুর্দান্ত অধিনায়ক। আগামী তোমার খুব ভাল কাটুক।’


হার্দিক তাঁর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘সবসময় তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। একজন সত্যিকারের বন্ধু, তোমায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’


আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফেও অভিনবভাবে ধোনিকে শুভেচ্ছা জানানো হয় জন্মদিনের। একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে ধোনির ক্রিকেট কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মুহূর্ত থেকে শুরু করে আরও অন্যান্য উল্লখযোগ্য মোমেন্টগুলো তুলে ধরা হয়েছে।


২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিযান শুরু হয়েছিল ধোনির। যদিও সেই ম্যাচে রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে প্যাভিলয়নে ফিরতে হয় তাঁকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন এমএসডি।