চেন্নাই: মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) অন্ধভক্ত। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ম্যাচে হলুদ জার্সি পরে প্রায়ই মাঠে উপস্থিত হয়ে যেতেন আইপিএলের (IPL 2023) ম্য়াচ দেখতেন। এতটাই ধোনিভক্ত ছিলেন যে নিজের গোটা বাড়িটিকেই হলুদ রংয়ে মুড়ে দিয়েছিলেন। সেই বাড়ির দেওয়ালে ধোনির ছবি ও চেন্নাই সুপার কিংসের লোগো দিয়েও সাজিয়েছিলেন। তবে এভাবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও ধোনির কাছে যে দুঃসংবাদটা পৌঁছাবে, তা হয়ত তারাও কখনও ভাবতে পারেননি। আর্থিক অনটনে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তামিলনাড়ুর গোপী কৃষ্ণণ। অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন ৩৪ বছরের এই তরুণ। পুলিশ সূত্রে খবর, নিজের ঘরে ভোর ৪.৩০ নাগাদ আত্মহত্যা করেন গোপী। 


তামিলনাড়ুর কুদালুর জেলার আরঙ্গুরের বাসিন্দা গোপী কৃষ্ণণ। বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়কের খেলা এতটাই তাঁকে মুগ্ধ করেছিল যে তিনি নিজের গোটা বাড়ি রং করেছিলেন 'চেন্নাই সুপার কিংস'এর জার্সির রঙে, অর্থাৎ হলুদে। দেওয়ালগুলিতেও ছিল মাহির ছবি। তাঁর এই কীর্তি রীতিমতো অবাক করে দিয়েছিল সব ক্রিকেটপ্রেমী সহ গোটা ভারতবর্ষকে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে এই ছবি ভাইরাল হওয়াতে সকলেই প্রশংসা করেছিল গোপীর। স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''৩৪ বছর বয়সি গোপী জার্মানির একটি অনলাইন ট্রেডিং সংস্থায় কাজ করতেন। স্টক মার্কেটে অজস্র টাকা লাগানোর পর তিনি বড় ধরণের আর্থিক ক্ষতির মুখোমুখি হন। এরপর তিনি নিজের বন্ধুদের থেকেও টাকা ধার করেছিলেন। তবে টাকা শোধ করতে না পাড়ায় চরম চাপে ছিলেন তিনি। পোঙ্গল অনুষ্ঠানেও গিয়েছিল গোপি কিন্তু ওখানে গিয়ে বাকি অংশগ্রহণকারীদের সঙ্গে ঝগড়া করে বসেন। রীতিমতো রাগ নিয়ে তিনি অনুষ্ঠান থেকে বের হন এবং সকালে আমরা তাঁর মৃতদেহ পাই ঘর থেকে।''


নিহতের ভাই বলছেন, ''টাকা নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে ঝগড়া ও হাতাহাতিতে লিপ্ত হয়েছিল আমার ভাই, মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্নহত্যার পথ বেছে নিয়েছেন।'' গোপীর এই আত্নহত্যার ঘটনা চেন্নাই ভক্তদেরকেও বেশ শোকাহত করেছে এবং সমাজ মাধ্যমে এই খবর প্রকাশ্যে এনেছে চেন্নাই সুপার কিংসের ফ্যান পেজ। তামিলনাড়ুর কুদালুর জেলার আরঙ্গুরের বাসিন্দা গোপী কৃষ্ণান ছিলেন মাহির এক বড় ফ্যান। ধোনির সমস্ত ম্যাচেই তাকে ময়দানে উপস্থিত থাকতে দেখা যেত।