নয়াদিল্লি : আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আলোয় ঝলমল করছে গোটা শহর। অযোধ্যা যেন এক টুকরো ভারত। প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন রাজনীতি জগৎ-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। যদিও অযোধ্যায় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তবে, তিনি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন ঝান্দেওয়ালা মন্দির থেকে। 


 






এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ করেন, ৫০০ বছরের লড়াইয়ের পর বিশাল এই মন্দির নির্মাণ হচ্ছে। ২২ জানুয়ারির পর সপরিবারে তিনি মন্দির দর্শনে যাওয়ার কথা জানিয়েছেন।


অমিত শাহ, রাজনাথ সিং-সহ একাধিক বিজেপি নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। নজরে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি। তবে, কেন্দ্রের শাসক দলের নেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্যদের সঙ্গে এই অনুষ্ঠান দেখবেন। যেহেতু ২২ জানুয়ারি বিশাল সংখ্যক অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে, তাই এদিনের পরে তাঁদের মন্দিরে আসার কথা বলা হয়েছে। ট্রাস্টের তরফে দেশের প্রধান রাজনৈতিক দলগুলির নেতৃত্বকে, মূলত সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে।


অযোধ্যা যেন এক টুকরো ভারত। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। ফুলে ফুলে ঢাকা রাম মন্দির। আজ ১২৫টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান করানো হবে।


অন্যদিকে, জনস্রোত রুখতে গতকাল রাত থেকেই অযোধ্যার সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে। আমন্ত্রিত অতিথি ছাড়া প্রবেশ নিষেধ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে