আমেরিকায় আরও ম্যাচ চাইছেন ধোনি
Web Desk, ABP Ananda | 29 Aug 2016 02:44 AM (IST)
ফ্লোরিডা: মার্কিন যুক্তরাষ্ট্রে আরও বেশি ক্রিকেট ম্যাচ হওয়া উচিত। এমনই মত সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার খেলে খুশি। তিনি সেদেশে ফের যেতে চান। ধোনির ইচ্ছা, আমেরিকায় ত্রিদেশীয় বা চারদেশীয় একদিনের সিরিজ আয়োজন করা হোক। তবে টি-২০ সিরিজ দিয়ে শুরু হওয়াটা ভাল। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দলের প্রথম সিরিজটা অবশ্য ভাল হয়নি। প্রথম ম্যাচে বিশাল রান তাড়া করে মাত্র ১ রানে হেরে গিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে ধোনিরা সুবিধাজনক জায়গায় ছিলেন। কিন্তু বৃষ্টি এবং ভিজে আউটফিল্ডের কারণে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারের পরে আর খেলা হয়নি। ফলে ক্যারিবিয়ানরা ১-০ ফলে সিরিজ জিতে গিয়েছে। তবে প্রথমবার আমেরিকায় ক্রিকেট খেলে ধোনি সন্তুষ্ট। তিনি বলেছেন, ভারতীয় দল বছরের এই সময়ে বেশি ম্যাচ খেলে না। তাই তাঁরা আমেরিকায় খেলতে আসতেই পারেন। এখানে প্রচুর অর্থ রোজগারের সুযোগ আছে, দর্শকরা মাঠে ভিড় জমাবেন, সম্প্রচারেরও সুবিধা হবে। ফলে আমেরিকায় আরও বেশি খেলা হলে সবারই লাভ। দ্বিতীয় ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে বোলারদের প্রশংসা করেছেন ভারতের অধিনায়ক। বিশেষ করে লেগ স্পিনার অমিত মিশ্রর পারফরম্যান্সে খুশি ধোনি। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজের রান টপকে যেতে পারতেন তাঁরা। কিছুটা ঝুঁকি নিয়েই স্টুয়ার্ট বিনির বদলে মিশ্রকে দলে নেওয়া হয়েছিল। এর ফলে একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে নেমেছিল ভারত। সেই পরিকল্পনা কাজে লেগেছে। মিশ্রর পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনও ভাল বল করেন। দুই স্পিনারের দাপটে ক্যারিবিয়ানদের কম রানে অলআউট করে দেয় ভারত।