Live updates: গ্লাভস বিতর্কে ধোনির পাশে বিসিসিআই, সমর্থন ক্রীড়া মহলের, কটাক্ষ পাক মন্ত্রীর, দেশের ভাবাবেগের কথা মাথায় রাখতে হবে, টুইট কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

উইকেটকিপিং গ্লাভসে ডানাওয়ালা ছুরি প্রতীকচিহ্ন বিতর্কে মহেন্দ্র সিংহ ধোনির পাশে দাঁড়াল বিসিসিআই। ওই প্রতীকচিহ্ন আঁকা গ্লাভস নিয়েই খেলতে নামবেন ঘোনি। ওই প্রতীক সরানোর প্রয়োজন নেই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Jun 2019 06:19 PM
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া অবশ্য বলেছেন, ধোনির ওই লোগো সরিয়ে দেওয়া উচিত এবং নিয়ম মেনে চলা উচিত।
বাইচুং বলেছেন, কোনও খেলোয়াড়ের নিয়ম-কানুন মেনে চলা উচিত। এটা যদি এর বিরুদ্ধে হয়, তাহলে তা ধোনির সরিয়ে দেওয়া উচিত।


প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিংহ আইসিসি-র অবস্থানে বিস্ময় প্রকাশ করেছেন।
আইএএএফ ওয়ার্ল্ড অনূর্দ্ধ ১৯ চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী স্প্রিন্টার হিমার ট্যুইট- ভারত ধোনি ভাইয়ের পাশে, আমি মাহি ভাইকে সমর্থন করি। জয়হিন্দ জয় ভারত।


২০১০ এবং ২০১৪-র কমনওয়েলথ গেমসে জোড়া সোনার পদকজয়ী যোগেশ্বর বলেছেন, এই লোগো সরিয়ে দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীর প্রতি অপমান।


জাতীয় দলে ধোনির একদা সহ খেলোয়াড় সুরেশ রায়না বলেছেন, আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, আর সেটাই ধোনি করেছেন, আমাদের নায়কদের কুর্ণিশ করেছেন, তাঁদের সম্মান জানিয়েছেন। এটিকে জাতীয়তাবাদ নয়, দেশপ্রেম হিসেবে দেখা উচিত।
এই বিতর্কে ধোনিকে সমর্থন করেছে দেশের ক্রীড়া মহল। সুরেশ রায়না, আরপি সিংহ থেকে শুরু করে লন্ডন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত, স্প্রিন্টার হিমা দাস ধোনির পাশে দাঁড়িয়েছেন।


এই বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তিনি বিষয়টির নিষ্পত্তির জন্য বোর্ডের কাছে আর্জি জানিয়েছেন। তাঁর ট্যুইট- খেলা সংক্রান্ত ব্যাপারে সরকার হস্তক্ষেপ করে না। কিন্তু এই বিষয়টি দেশের ভাবাবেগের সঙ্গে যুক্ত, তাই দেশের স্বার্থের কথা মাথায় রাখতে হবে। মহেন্দ্র সিংহ ধোনির বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য বিসিসিআই-এর কাছে আর্জি জানাচ্ছি।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: উইকেটকিপিং গ্লাভসে ডানাওয়ালা ছুরি প্রতীকচিহ্ন বিতর্কে মহেন্দ্র সিংহ ধোনির পাশে দাঁড়াল বিসিসিআই। ওই প্রতীকচিহ্ন আঁকা গ্লাভস নিয়েই খেলতে নামবেন ঘোনি। ওই প্রতীক সরানোর প্রয়োজন নেই। জানাল বোর্ডের প্রশাসক কমিটি। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই জানিয়েছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে ধোনি কিপিং গ্লাভসে যে প্রতীক ব্যবহার করেছেন, তা সেনার ব্যাজ নয়। ধোনি আইসিসির কোনও নিয়ম ভাঙেননি। তাই আইসিসি-কে ধোনিকে ওই প্রতীক তাঁর কিপিং গ্লাভসে ব্যবহার করার আবেদন স্বরূপ একটি চিঠি দেওয়া হয়েছে। এদিকে, সেনার তরফে জানানো হয়েছে, ধোনির গ্লাভসে ব্যবহৃত প্রতীক নিয়ে বিতর্কের কোনও অবকাশই নেই। কারণ তাদের বক্তব্য, ‘বলিদান’ ব্যাজ মেরুন রঙের হয়, এবং তাতে স্পষ্ট করে 'বলিদান' লেখা থাকে।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে ধোনির কিপিং গ্লাভসে একটি ডানাওয়ালা চিহ্ন ছিল। সেটি অনেকটা সেনার চিহ্নর মতো দেখতে।
রাই জানিয়েছেন, এই গ্লাভসের ছাড়পত্র চেয়ে বোর্ড ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। আইসিসি-র নির্দেশিকা অনুযায়ী খেলোয়াড়রা কোনও বাণিজ্যিক, ধর্মীয় বা সামরিক লোগো ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে কোনও ধর্মীয় বা বাণিজ্যিক বিষয় নেই। এক এটি প্যারামিলিটারি রেজিমেন্টাল ছুরিও নয়। তাই ধোনি এক্ষেত্রে আইসিসি-র কোনও নিয়ম লঙ্ঘন করেননি।
উল্লেখ্য, গ্লাভস থেকে ওই চিহ্ন সরিয়ে দেওয়ার জন্য ধোনিকে বলার জন্য আইসিসি বোর্ডকে অনুরোধ করেছিল। এরপরই রাই ওই মন্তব্য করেছেন।
টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেনেন্ট কর্নেল ধোনি। ডানাওয়ালা ছুরি চিহ্ন এই বাহিনীর প্রতীকের অংশ।
প্যারা-রেজিমেন্টালের ওই লোগো-তে 'বলিদান' শব্দটি লেখা থাকে। কিন্তু ধোনির গ্লাভসে যে চিহ্ন রয়েছে, সেখানে ওই শব্দ নেই। এরই পরিপ্রেক্ষিতে গ্লাভস বিতর্কে ধোনির পাশে দাঁড়িয়েছেন রাই।
যদিও বোর্ডের এই যুক্তি কতটা ধোপে টিকবে, না নিয়ে সংশয় রয়েছে। কারণ, আইসিসি তার নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করে।
ধোনির গ্লাভস নিয়ে আইসিসি-র আপত্তি সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তোলে। এরই পরিপ্রেক্ষিতে বিতর্কে বোর্ডের প্রশাসকদের কমিটি হস্তক্ষেপ করল।
ওই প্রতীক সরিয়ে ফেলার ব্যাপারে আইসিসি অনমনীয় থাকলে ভারত কীভাবে তার জবাব দেবে, এই প্রশ্ন করা হলে রাই বলেছেন, আমি মনে করি, ওটি সরিয়ে দেওযার জন্য একটা অনুরোধ করা হয়েছে, এটি কোনও নির্দেশ নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে বোর্ডের সিইও রাহুল জোহরি পৌঁছবেন এবং আইসিসি-র পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন।

এদিকে, এই প্রতীক চিহ্ন গ্লাভসে ব্যবহার করায় ধোনিকে নিশানা করেছেন পাকিস্তানের এক মন্ত্রী। ট্যুইট করে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ধোনি ইংল্যান্ডে রয়েছেন খেলতে, মহাভারতের জন্য নয়।
ভারতের সংবাদমাধ্যমে এ ধরনের বিতর্ককে কটাক্ষ করেছেন পাক মন্ত্রী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.