চেন্নাই: সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে অতিমানবীয় ৮ বলে ২৯ রানের ইনিংস খেলে ভারতকে জিতিয়ে এখন দেশের কাছে হিরো হয়ে গিয়েছেন দীনেশ কার্তিক।
কিন্তু, এই ব্যাটসম্যানের মতে, সেরা ফিনিশার-এর শিরোপার প্রশ্নে এখনও তিনি মহেন্দ্র সিংহ ধোনির চেয়ে কয়েক যোজন পিছিয়ে। তাঁর দাবি, তিনি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাহি সেখানকার টপার। কার্তিক বলেন, ধোনি এমন একজন, যাকে আমি অনুসরণ করি। ফলে, ওর সঙ্গে আমার তুলনা টানাই অর্থহীন।
এখানে বলে রাখা প্রয়োজন, আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির আগে অভিষেক ঘটে দীনেশের। ২০০৪ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন কার্তিক। তিনমাস পর ডিসেম্বরে অভিষেক হয় ধোনির।
পরের ১৪ বছরে ধোনি ভারতের অন্যতম সফল অধিনায়ক হন। একদিনের ক্রিকেটের অন্যতম বিশেষজ্ঞ হন। অন্যদিকে, কার্তিক পড়ে থাকেন সাইডলাইনে। বরাবর সুযোগের ওপর নির্ভরশীল ছিলেন।
সেই প্রসঙ্গকে উল্লেখ করে কার্তিক বলেন, দুজনের সফর একেবারে আলাদা। ধোনির প্রশংসা করে কার্তিক বলেন, ও (ধোনি) একেবারে আলাদা। প্রথমে ও ভীষণই লাজুক, চাপা স্বভাবের ছিল। বেশি কথা বলত না। এখন উঠতিদের সাহায্য করতে সবার আগে এগিয়ে আসে।
আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধোনি সেখানকার টপার: দীনেশ কার্তিক
Web Desk, ABP Ananda
Updated at:
20 Mar 2018 10:57 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -