নয়াদিল্লি: বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অবসর ঘিরে তীব্র জল্পনা ছড়ায়। তবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়াই জানাননি তিনি। ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়ে কাশ্মীরে প্যারামিলিটারি ব্যাটেলিয়নে প্রশিক্ষণের জন্য যোগ দিয়েছেন তিনি।
বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মন্থর ইনিংসের জন্য সমালোচনার মুখে পড়েন ধোনি। সমালোচকরা ওই দুটি ম্যাচে হারের জন্য তাঁকে দায়ী করেন।
গতকাল বুধবার বিসিসিআই-এর প্রধান নির্বাচক এমএসকে প্রসাদকে ধোনির ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে প্রসাদ বলেন, সংক্ষিপ্ত ফর্ম্যাটে ধোনিই ভারতের সেরা উইকেটরক্ষক ও ফিনিসার। প্রসাদ বলেছেন, বিশ্বকাপের সেমিফাইনালে টপ অর্ডারের বিপর্যয়ের পর ভারত যদি জিতত তাহলে জাডেজা ও ধোনির ইনিংসকে সর্বকালের অন্যতম সেরা বলে অভিনন্দন জানানো হত।
প্রধান নির্বাচক বলেছেন, আমি স্পষ্টভাবে বলতে পারে, সংক্ষিপ্ত ফর্ম্যাটে আজও ধোনিই ভারতের সেরা উইকেটরক্ষক ও ফিনিসার। অন্যরা এখনও তৈরি হচ্ছে। বিশ্বকাপে ব্যাটসম্যান ও উইকেটরক্ষক হিসেবে ভারতীয় দলের একটা বড় শক্তি ছিলেন ধোনি। সেইসঙ্গে মাঠে সিদ্ধান্ত গ্রহণের সময় দল ও অধিনায়কের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া তো ছিলই।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ভারতীয় দলে ধোনির অন্তর্ভূক্তির প্রশ্নে অবশ্য খোলামেলা কোনও মন্তব্য করেননি প্রসাদ। তিনি বলেছেন, ভবিষ্যত সফরের জন্য নির্বাচক কমিটি ঋষভ পন্তকে তৈরি করার চিন্তাভাবনা করছে।
প্রসাদ বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল ঘোষণার সময়ই আমি স্পষ্ট করে বলেছিলাম যে, বিশ্বকাপ পরবর্তী পর্বে ঋষভকে আরও বেশি সুযোগ দেওয়া ও তাঁকে গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। আরও বেশি আত্মবিশ্বাস সঞ্চয় করে তিনি যাতে দলের প্রয়োজন অনুসারে পারফর্ম করতে পারেন, সেটাই এই পরিকল্পনার লক্ষ্য।
ভারতীয় সেনাবাহিনীর প্যারামিলিটারি রেজিমেন্টে প্রশিক্ষণের জন্য ধোনি ২ মাসের বিরতি চেয়ে বিসিসিআই-এর দ্বারস্থ হয়েছিলেন।
সংক্ষিপ্ত ফর্ম্যাটে ধোনি ভারতের সেরা উইকেটরক্ষক ও ফিনিসার, বললেন এমএসকে প্রসাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Aug 2019 06:18 PM (IST)
বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অবসর ঘিরে তীব্র জল্পনা ছড়ায়। তবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়াই জানাননি তিনি। ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়ে কাশ্মীরে প্যারামিলিটারি ব্যাটেলিয়নে প্রশিক্ষণের জন্য যোগ দিয়েছেন তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -