বেঙ্গালুরু: অনিল কুম্বলে কোচ হয়ে আসার পর ভারতীয় দলে তাজা হাওয়ার ছোঁয়া। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে টিমকে চাঙ্গা করতে মিউজিক্যাল সেশনের ব্যবস্থা করেন কুম্বলে। গায়িকা- অভিনেত্রী বসুন্ধরা দাসের গ্রুপ ‘ড্রামজাম’-এর সঙ্গে গানবাজনায় মেতে উঠল মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহালির টিম ইন্ডিয়া। ড্রাম বাজালেন ধোনি, কোহালি এমনকী কোচ অনিল কুম্বলেও বাদ গেলেন না।
দলীয় সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়াতে এ ধরনের কর্মসূচি টিম ইন্ডিয়ায় এই প্রথম। ভারতীয় দল যেভাবে এতে অংশগ্রহণ করেছে, তাকে বলে ‘ড্রাম সার্কল’। এতে বেশ কয়েকজন গোল হয়ে বসে একসঙ্গে ড্রাম বাজানোয় অংশ নেন। ড্রামের তালে তালে জনসংযোগ তো হয়ই, নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ে, অপরিচয়ের বাধা দূর হয়, বাড়ে বন্ধুত্ব। মানসিক চাপ কমিয়ে নিজস্ব সৃজনশীলতার প্রকাশ ঘটে এতে।