ইন্দোর: মহেন্দ্র সিংহ ধোনির অবসর ঘিরে জোর জল্পনা চলছে। এরইমধ্যে প্রাক্তন জাতীয় নির্বাচক সঞ্জয় জগদালে বলেছেন, নিজের ভবিষ্যত সম্পর্কে ধোনি কী ভাবছেন, তার খোঁজ নেওয়া উচিত এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির। একইসঙ্গে তিনি বলেছেন, সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনি যথেষ্টই পরিণত। আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল বাছাইয়ের জন্য রবিবার বৈঠকে বসছে নির্বাচক কমিটি। ওই বৈঠকে ধোনি আলোচনার কেন্দ্রে থাকবেন বলে মনে করা হচ্ছে। বিসিসিআই-এর প্রাক্তন সচিব জগদালে বলেছেন, ধোনি বড় খেলোয়াড় এবং নিঃস্বার্থভাবে ভারতের হয়ে খেলেছেন। আমার মতে, ভারতীয় দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ধোনির যোগ্য বিকল্প নেই। ২০১৪-তে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। জল্পনা চলছে যে, খুব শীঘ্রই সীমিত ওভারের ক্রিকেট থেকেও অবসর নেবেন তিনি। যদিও এ ব্যাপারে ধোনি এখনও মুখ খোলেননি। সেজন্য, ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ধোনির থাকা বা না থাকা তাঁর ভবিষ্যত সম্পর্কে একটা সংকেত হবে বলে মনে করা হচ্ছে। জগদালে বলেছেন, ধোনি সিদ্ধান্ত গ্রহনের ব্যাপারে যথেষ্টই পরিনত। তবে আমার মনে হয় নির্বাচকদের উচিত তাঁর সঙ্গে দেখা করে তিনি কী ভাবছেন, তার খোঁজ নেওয়া। যেমনটা সচিনের অবসরের আগে করা হয়েছিল। ভবিষ্যতে ধোনির ভূমিকা সম্পর্কে কী ভাবছেন, তাও নির্বাচকদের তাঁকে জানানো উচিত। সদ্যসমাপ্ত বিশ্বকাপে ধোনি মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছেন। এ ব্যাপারে প্রাক্তন অধিনায়কের পাশেই দাঁড়িয়েছেন জগদালে। তিনি বলেছেন, ধোনি বিশ্বকাপে দলের প্রয়োজন অনুসারেই খেলেছেন। সেমিফাইনালেও একই কৌশলে খেলছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি রান আউট হয়ে যান। জগদালে বলেছেন, একজন ৩৮ বছরের খেলোয়াড় তাঁর সেরা ফর্মের সময় যেমনভাবে খেলতেন এখনও সেরকমই খেলবেন, এমন আশা করাটা ঠিক নয়। একইসঙ্গে জগদালে বলেছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্তকে সুযোগ দেওয়া উচিত। তিনি বলেছেন, বিশ্বকাপের আগেই ধোনির সঙ্গে পন্তকেই দলে রাখা দরকার ছিল। এমনটা হলে পন্ত ধোনির কাছে থেকে শেখার সুযোগ পেতেন।