মুম্বই: একদিনের ও টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে গা ঘামানোর ম্যাচে ফের দেখা যাবে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে খেলবেন তিনি। অন্য একটি ম্যাচের অধিনায়ক অজিঙ্ক রাহানে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা যুবরাজ সিংহ, সুরেশ রায়না, শিখর ধবনরাও প্রস্তুতি ম্যাচে খেলবেন।
ধোনি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় তিনি যাতে দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন, তার জন্য বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির করতে চেয়েছিলেন ভারতের প্রধান কোচ অনিল কুম্বলে। কিন্তু পাঁচটি টেস্টের পর ক্লান্ত থাকায় বিরাট কোহলি সহ সিনিয়ররা এই শিবির নিয়ে আপত্তি জানান। ফলে শিবির হয়নি। সেই কারণেই এবার প্রস্তুতি ম্যাচে খেলবেন ধোনি, রাহানে ও আশিস নেহরা। রাহানের নেতৃত্বাধীন দলে আছেন বাংলার পেসার অশোক দিন্দা।
মুম্বইয়ে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ হবে। প্রথম ম্যাচ ১০ তারিখ। পরের ম্যাচ দু দিন পরে। তারপর ১৫ তারিখ পুণতে প্রথম একদিনের ম্যাচ।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক ধোনি
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jan 2017 06:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -