দুবাই: নাম না করেই অজিত আগরকর সহ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের জবাব দিলেন নিজের স্বভাবসিদ্ধ শান্ত মেজাজে। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিংহ ধোনিকে রাখা ঠিক হবে কিনা, তাঁর সমালোচনার পাশাপাশি সেই প্রশ্ন তুলেছেন আগরকর ও অন্যরা। প্রাক্তনরা তাঁর ভবিষ্যত্ নিয়ে সংশয় প্রকাশ করায় অবশ্য দুবারের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকটে দলের অধিনায়ক ধোনি কোনওরকম কড়া প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে মন্তব্য করেছেন, প্রত্যেকেরই নিজস্ব মত আছে, থাকতেই পারে। তাকে সম্মান করা উচিত।
আগরকরের পাশাপাশি ভিভিএস লক্ষণও ধোনিকে আগামী দিনের টি-২০ দলে রাখার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
২০০৭ এর প্রথম টি-২০ বিশ্বকাপ, ২০১১-র একদিনের বিশ্বকাপ, দুটিই ধোনির নেতৃত্বে জেতে ভারত। কিন্তু অতি সম্প্রতি ব্যাট হাতে চেনা ধোনি যেন মাঝেমধ্যে হারিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের কাছে রাজকোটের একদিনের যে ম্যাচে ভারত ৪০ রানে হেরে যায়, সেখানে ধোনির ব্যাট যেন থমকে গিয়েছিল। তারপর থেকেই তাঁর সমালোচনার শুরু।
কিন্তু নিন্দুকদের উদ্দেশ্যে ধোনির বক্তব্য, ভারতীয় ক্রিকেট দলের একজন সদস্য হওয়াটাই সবচেয়ে বড় মোটিভেশন। একটা আবেগ, প্যাশন। অনেক ক্রিকেটারেরই ভগবানপ্রদত্ত প্রতিভা, শক্তি নেই। তা সত্ত্বেও অনেক দূর এগিয়েছেন তাঁরা। সেটা ওই আবেগের জন্যই। কোচেদের সেই প্যাশন জাগিয়ে তুলতে হয়। সবাই দেশের জন্য খেলতে পারে না।
নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এখানে এসেছেন ধোনি। নিজের দৃষ্টিভঙ্গি মেলে ধরতে গিয়ে বললেন, আমার সবসময়ই বিশ্বাস, ফলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ফল নিয়ে কখনই ভাবি না। ১০, ১৪ বা ৫ রান যখন দরকার, তখন কোনটা করা সেই মূহূর্তে ঠিক হবে, ভেবেছি সেটাই। প্রক্রিয়াটার মধ্যে সবসময় এতটাই গভীর ভাবে জড়িয়ে যেতাম যে ফল অনুকূলে না হলে কী হবে, তা ভাবিইনি কখনও।