আইপিএল-এর আদর্শ আচরণবিধি ভঙ্গ, ধোনিকে ভর্ৎসনা
Web Desk, ABP Ananda | 07 Apr 2017 05:18 PM (IST)
নয়াদিল্লি: গতকাল আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আদর্শ আচরণবিধি ভঙ্গ করার দায়ে মহেন্দ্র সিংহ ধোনিকে ভর্ৎসনা করলেন ম্যাচ রেফারি মনু নায়ার। ঠিক কী কারণে ধোনিকে ভর্ৎসনা করা হল, সেটা জানাননি ম্যাচ রেফারি। তবে গতকাল ম্যাচ চলাকালীন ডিআরএস নেওয়ার সুযোগ না থাকলেও, ডিআরএস-এর জন্য আবেদন করেন ধোনি। সেই কারণেও তাঁকে ভর্ৎসনা করা হতে পারে বলে মনে করছে রাইজিং পুণে সুপারজায়ান্টস টিম ম্যানেজমেন্ট। এবারের আইপিএল-এর ঠিক আগে ধোনিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে পুণের দলটি। প্রথম ম্যাচে অসাধারণ ইনিংস খেলে দলকে জিতিয়েছেন নতুন অধিনায়ক স্টিভ স্মিথ। ধোনিও অবশ্য অপরাজিত ছিলেন। কিন্তু তারপরেই জুটল ম্যাচ রেফারির ভর্ৎসনা।